TRENDING:

Alipurduar Tourism: পর্যটকদের জন্য বড় সুখবর, দুর্যোগ কাটিয়ে ফের শুরু হল জঙ্গল সাফারি! তবে সব জায়গায় নয়

Last Updated:

দুর্যোগ কাটিয়ে স্বস্তির সাফারি চলছে আলিপুরদুয়ার জেলার বেশ কিছু পর্যটন কেন্দ্রে। পর্যটকরা হাসিমুখে ঘুরছেন সেইসব এলাকায়। এই পর্যটকরা অন্য পর্যটকদের আসতে বলছেন এই এলাকাগুলিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: দুর্যোগ কাটিয়ে স্বস্তির সাফারি চলছে আলিপুরদুয়ার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বক্সা জঙ্গলে। পর্যটকরা হাসিমুখে ঘুরছেন রাজাভাতখাওয়া, জয়ন্তী, বক্সা ফোর্টের মতো এলাকা। এই পর্যটকরা অন্য পর্যটকদের আসতে বলছেন এই এলাকাগুলিতে।
advertisement

বক্সায় পর্যটনের জোয়ার এলেও জলদাপাড়া জাতীয় উদ্যান স্বাভাবিক ছন্দে ফেরেনি।জলদাপাড়া, চিলাপাতা এলাকায় সাফারি শুরু হতে দেরি রয়েছে। বক্সায় জঙ্গল সাফারি চালু থাকায় পর্যটকরা এখানেই আসছেন। প্রতিদিন সকাল থেকেই সাফারির জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা জয়ন্তী, রাজাভাতখাওয়ায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। জঙ্গল সাফারির পাশাপাশি, বক্সা পাহাড়েও শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা, ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই এলাকার পর্যটন ব্যবসায়ীরা।

advertisement

আরও পড়ুন: বন্যা ভাসিয়েছে বই, কিন্তু ভাসাতে পারেনি পড়ার ইচ্ছে! বানভাসি উত্তরবঙ্গের ত্রাণ শিবিরে মন ভাল করা ছবি

View More

অশোক মুহুরী নামের এক পর্যটক জানান, তিনি দুর্যোগের আগের দিন এসেছেন আলিপুরদুয়ারের বক্সা এলাকায়। টানা বৃষ্টি দেখে ভয় পেয়েছিলেন। তবে বক্সা জঙ্গলের কোনও পর্যটন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়নি। বন্যা পরিস্থিতি এই এলাকায় দেখা যায়নি। তিনি আরও জানান, “অনেকেই ভাবছেন দুর্যোগের মধ্যে আলিপুরদুয়ার বেড়াতে না যাওয়া উচিত। তবে তাঁদের বলব বক্সা জঙ্গলের পর্যটন কেন্দ্রগুলিতে কোনও অসুবিধা নেই। রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে যা জঙ্গল, পাহাড় দেখার জন্য উপযোগী।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
যুবকের দুর্দান্ত বিজনেস আইডিয়া, বাড়ির ছোট্ট জায়গায় করছেন 'এই' কাজ, আয় লক্ষ লক্ষ টাকা
আরও দেখুন

অপরদিকে, জলদাপাড়ায় পর্যটনের সঙ্গে জড়িত মানুষদের কপালে চিন্তার ভাঁজ। পুজোর ছুটিতে পর্যটনে ঠাঁসা জলদাপাড়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে এক এক করে বাতিল হয়ে যাচ্ছে পর্যটকদের বুকিং। এই অবস্থায় বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। দুর্যোগের রেশ কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে জলদাপাড়া? সেই উত্তর এখনও জানা নেই।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alipurduar Tourism: পর্যটকদের জন্য বড় সুখবর, দুর্যোগ কাটিয়ে ফের শুরু হল জঙ্গল সাফারি! তবে সব জায়গায় নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল