আলিপুরদুয়ারের দক্ষিণ লতাবাড়িতে রয়েছে গ্রিনপার্ক স্থানটি। বন ও পাশ দিয়ে বয়ে চলছে নদী। যা পিকনিকের পক্ষে অন্যতম স্থান। বছরের অন্যান্য সময়েও এই এলাকায় দেখা যায় মানুষের ভিড়। জঙ্গল থেকে অনেকটাই দূরে রয়েছে এলাকাটি। যার ফলে হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণের ভয় নেই এই পিকনিক স্পটটিতে।
রিয়া সাহা নামের পিকনিক করতে আসা এক যুবতী জানান, ‘‘ জঙ্গল থেকে থেকে দূরে আছে এলাকাটি। কিন্তু জঙ্গলের মতো অনুভূতি মেলে। আর শৌচালয়ের সুবিধা আছে। জলের অসুবিধা নেই। এই সুবিধার জন্যই এই স্থানটি আমাদের এত পছন্দ।’’
advertisement
আরও পড়ুন : ঘরের পাশেই আরশিনগর! বাংলায় ইউরোপের আমেজ পেতে আসুন বসিরহাটের এই গ্রামে
গ্রিন পার্ক পিকনিক স্পটটি পরিচালনার দায়িত্বে রয়েছে সেল্ফহেল্প গ্রুপের মহিলারা।মোট চব্বিশ জন মহিলা মিলে এই পিকনিক স্পটটি দেখভাল করেন। গ্রিন পার্কে ঢুকতে জন প্রতি পনেরো টাকা করে নেওয়া হয়। ছোট গাড়ি নিয়ে ঢুকলে পঞ্চাশ টাকা ও বড় বাস ঢুকলে দুশো টাকা পার্কিং চার্জ দিতে হয়।
এলাকাটির পরিচ্ছন্নতার জন্য কুড়িটি বাস্কেট বসানো রয়েছে।যারা পিকনিক করতে আসেন তাঁদের অনুরোধ করা হয় বাস্কেটগুলি নোংরা ফেলার জন্য ব্যবহার করতে। শিশুদের জন্য দোলনা বসানো হয়েছে। ঘোড়া আনা হয়েছে। পিকনিক করতে আসা মানুষদের থেকে যা মিলবে তা জমিয়ে পিকনিক স্পটটির আরও উন্নতি করা হবে বলে জানা গিয়েছে।