TRENDING:

Picnic Spot: সৌন্দর্যের পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধেও! কম খরচে পিকনিক করতে আসুন এই পার্কে

Last Updated:

Picnic Spot: ২৫ ডিসেম্বরের পর থেকেই শুরু হল আলিপুরদুয়ারের গ্রীন পার্ক পিকনিক স্পটে পিকনিক করতে আসা মানুষের ভিড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনন্যা দে, আলিপুরদুয়ার : ২৫  ডিসেম্বরের পর থেকেই শুরু হল আলিপুরদুয়ারের গ্রিন পার্ক পিকনিক স্পটে পিকনিক করতে আসা মানুষের ভিড়। ডিসেম্বর, জানুয়ারি মাস মানেই পিকনিকের জন্য মন আনচান করে সকলের। আলিপুরদুয়ারবাসীর কাছে পিকনিকের আদর্শ স্থান হয়ে উঠেছে গ্রিনপার্ক। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই গ্রিন পার্ক পিকনিক স্পটটি পরিচালনা করেন।
advertisement

আলিপুরদুয়ারের দক্ষিণ লতাবাড়িতে রয়েছে গ্রিনপার্ক স্থানটি। বন ও পাশ দিয়ে বয়ে চলছে নদী। যা পিকনিকের পক্ষে অন‍্যতম স্থান। বছরের অন্যান্য সময়েও এই এলাকায় দেখা যায় মানুষের ভিড়। জঙ্গল থেকে অনেকটাই দূরে রয়েছে এলাকাটি। যার ফলে হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণের ভয় নেই এই পিকনিক স্পটটিতে।

রিয়া সাহা নামের পিকনিক করতে আসা এক যুবতী জানান, ‘‘ জঙ্গল থেকে থেকে দূরে আছে এলাকাটি। কিন্তু জঙ্গলের মতো অনুভূতি মেলে। আর শৌচালয়ের সুবিধা আছে। জলের অসুবিধা নেই। এই সুবিধার জন‍্যই এই স্থানটি আমাদের এত পছন্দ।’’

advertisement

আরও পড়ুন : ঘরের পাশেই আরশিনগর! বাংলায় ইউরোপের আমেজ পেতে আসুন বসিরহাটের এই গ্রামে

View More

গ্রিন পার্ক পিকনিক স্পটটি পরিচালনার দায়িত্বে রয়েছে সেল্ফহেল্প গ্রুপের মহিলারা।মোট চব্বিশ জন মহিলা মিলে এই পিকনিক স্পটটি দেখভাল করেন। গ্রিন পার্কে ঢুকতে জন প্রতি পনেরো টাকা করে নেওয়া হয়। ছোট গাড়ি নিয়ে ঢুকলে পঞ্চাশ টাকা ও বড় বাস ঢুকলে দুশো টাকা পার্কিং চার্জ দিতে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এলাকাটির পরিচ্ছন্নতার জন্য কুড়িটি বাস্কেট বসানো রয়েছে।যারা পিকনিক করতে আসেন তাঁদের অনুরোধ করা হয় বাস্কেটগুলি নোংরা ফেলার জন্য ব্যবহার করতে। শিশুদের জন্য দোলনা বসানো হয়েছে। ঘোড়া আনা হয়েছে। পিকনিক করতে আসা মানুষদের থেকে যা মিলবে তা জমিয়ে পিকনিক স্পটটির আরও উন্নতি করা হবে বলে জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Picnic Spot: সৌন্দর্যের পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধেও! কম খরচে পিকনিক করতে আসুন এই পার্কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল