দীর্ঘ দিন ধরেই পরিবারে এই নিয়ে ঝামেলা চলছে। অভিযোগ, স্বামী ও শাশুড়ির হাতে প্রহৃতও হন ওই তরুণী। পারিবারিক কাউন্সেলিং করানোর জায়গায় গিয়েও প্রথমে মধ্যস্থতা করান তাঁরা। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। ফলে শাশুড়ি বউয়ের ঝামেলা দেখতেই হত আগ্রার মালপুরা থানার ফতেহাবাদ এলাকার বাসিন্দাদের। প্রসঙ্গত এই এলাকাতেই দু’ ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে দু’ বোনের।
advertisement
আরও পড়ুন : রোজ বাদাম খাচ্ছেন? এতে কি মোটা হয়ে যাচ্ছেন? বাড়ছে কোলেস্টেরল? জানুন শরীরের কী হাল হচ্ছে
বড় ভাই জুতো সারাই করেন। ছোট ভাই টাইলস বসানোর কাজ করেন। বড় পুত্রবধূর অভিযোগ, তাঁর মেকআপ বক্স খুলে ক্রিম, পাউডার ব্যবহার করেন শাশুড়ি। এমনকি, বাড়িতেও তিনি সেজেগুজে থাকেন বলে তরুণীর অভিযোগ। পুত্রবধূর দাবি, শাশুড়ি যেন বাড়িতে থাকার সময় অন্তত মেকআপ না করেন, এই আর্জি জানিয়েছিলেন তিনি। তার পরই শাশুড়ি ও স্বামী তাঁকে মারধর করেন বলে অভিযোগ। গত দু’ মাস ধরে তিনি তাঁর বাবা মায়ের সঙ্গেই থাকছেন।