TRENDING:

Life Style: রাজমা, কাবলি ছোলা খেয়ে পেট আইঢাই? গ্যাস-অম্বলের সমস্যা থেকে বাঁচতে এই কৌশলে রান্না করে দেখতে পারেন!

Last Updated:

Life Style|Cooking Process|Eating Habit: এই ভাবেই রাজমা, কাবলি ছোলা খান গ্যাস অম্বল অনেক দূরে চলে যাবে, রান্নার সময় কিছু কৌশল অবলম্বন করলেই গ্যাস-অম্বলের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ঠিকঠাক ভেজানো এবং শুকনো করার উপরেই গোটা প্রক্রিয়াটা নির্ভর করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুয়ারে শীত। আর বাজারে উঁকি দিচ্ছে মরশুমি সবজি। পাতে পড়ার অপেক্ষায় প্রহর গুনছে রকমারি বিনস, রাজমা, কাবলি ছোলা। কিন্তু সমস্যা হল, কবজি ডুবিয়ে এই সব খাবার পর পেট আইঢাই করতে শুরু করে। আর শেষ পরিণতি গ্যাস, অ্যাসিডিটি।
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

তবে রান্নার সময় কিছু কৌশল অবলম্বন করলেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। ঠিকঠাক ভেজানো এবং শুকনো করার উপরেই গোটা প্রক্রিয়াটা নির্ভর করছে। রাজমা, মুগ, উরদ, চানা বা ছোলা, মুসুর, মটরশুঁটি সঠিক পদ্ধতিতে রান্না করলে নিমেষে ওড়ানো যাবে গ্যাস বা অ্যাসিডিটির সম্ভাবনা। দেখে নেওয়া যাক, সঠিক ভাবে রান্না করার কৌশল।

ভেজাতে হবে ৮ ঘণ্টা – রাজমা, কাবলি ছোলা বা রকমারি বিনস রান্নার আগে অন্তত ৮ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।

advertisement

আরও পড়ুন:  Winter: একটু উষ্ণতার ছোঁয়া, এই বদলগুলিতেই আপনার ঘর এবারের শীতে 'হটস্পট'!

সকালে রান্নার পরিকল্পনা থাকলে আগের রাতে ভিজিয়ে রাখা সব চেয়ে ভালো। রাতে রান্না করলে সকালেও ভিজিয়ে দিতে পারেন। এতেই রাজমা বা কাবলি ছোলার গ্যাস অনেকটা চলে যায়। আবার মুসুর ডালে রয়েছে ফাইটেজ নামের এক ধরনের এনজাইম। কিছু ক্ষণ ভিজিয়ে রাখার পর ফাইটিক অ্যাসিডকে ভেঙে তা সক্রিয় হয়।

advertisement

ভেজানো জল ফেলে দিতে হবে – যে জলে রাজমা, কাবলি ছোলা বা রকমারি বিনস ভিজিয়ে রাখা ছিল, তা ভুলেও রান্নায় ব্যবহার করা উচিত নয়। এতে পেট ব্যথা, পেট ফুলে যাওয়া এবং গ্যাসের মতো সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন:  Python Viral Video: ২০ ফুটের অজগরের ওপর গড়াগড়ি খাচ্ছে ছোট্ট মেয়ে! গায়ে কাঁটা দেওয়া ভাইরাল ভিডিও...

advertisement

গরম জলে ধুয়ে নিতে হবে – এ বার গরম জলে এক ঘণ্টা রেখে দিতে হবে। জল বদলে বেশ কয়েক বার ধুয়ে নিতে পারলে আরও ভালো। এর ফলে রাজমা, ছোলা বা বিনস ফুলে আকারে দ্বিগুণ হয়ে যাবে। আর রান্নার সময়েও এই আকারই থাকবে।

প্রেসার কুকারে বসাতে হবে – স্বাস্থ্যবিদরা বলেন, প্রেসার কুকারে রান্না করলে খাবারের লেক্টিনের মাত্রা কমে যায়। এই লেক্টিন এমন একটি ক্ষতিকর রাসায়নিক উপাদান, যা খাবারের পুষ্টিগুণ নষ্ট করে দিতে সক্ষম। অর্থাৎ, প্রেসার কুকারে রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে ষোলআনা।

advertisement

আরও পড়ুন:   Vastu Tips: কখনও টাকার অভাব হবে না! এই গাছ বাড়িতে থাকলে সংসারে উপচে পড়বে সুখ-সমৃদ্ধি...

শেষে দিতে হবে নুন, টমেটো – টমেটো এবং ভিনিগারেও কিছু অ্যাসিডিক উপাদান আছে। তাই রান্নার সময় এগুলো সবার শেষে দিতে হবে। নুনের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

এমন অনেকেই রয়েছেন, যাঁরা গ্যাস, অ্যাসিডিটির ভয়ে রাতে এই ধরনের খাবার এড়িয়ে চলেন। কিন্তু এই পদ্ধতিতে রান্না করে নিশ্চিন্তে ভূরিভোজ সারা যেতে পারে। কোনও সমস্যা হবে না।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Life Style: রাজমা, কাবলি ছোলা খেয়ে পেট আইঢাই? গ্যাস-অম্বলের সমস্যা থেকে বাঁচতে এই কৌশলে রান্না করে দেখতে পারেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল