ভাল মানের ওয়াক্স বাছাই: হবু কনের জন্যে ভাল মানের ওয়াক্স বাছাই করা খুবই জরুরি। ত্বককে মসৃণ রাখতে গোল্ড সলিউবল ওয়াক্সিং করা যায়। আবার খুব একটা ঝুঁকি নিতে না চাইলে লাইপোসলিউবল রেঞ্জের রোল অন ওয়াক্স ব্যবহার করা যায়। আরও একটি সফট ওয়াক্স হল মাইক্রোওয়েভ ওয়াক্সের সুপিরিয়র এইচডি টাইটানিয়াম ফর্মুলা। এটি ইনগ্রোন হেয়ার তুলতে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ, নরম থাকে। সফট ওয়াক্স ছাড়াও রয়েছে বিডের আকারে ওয়াক্স যা মুখ, বাহুমূল ইত্যাদির মতো জায়গায় সংবেদনশীল রোম তুলতে সাহায্য করে।
advertisement
আরও পড়ুনঃ লম্বা নাকি কোঁকড়া, চুল অনুযায়ী বেছে নিন চিরুনি, তবেই পারফেক্ট হবে চুল
ওয়াক্সিং-এর আগে এবং পরের নিয়ম: যে কোনও সময়ে ওয়াক্সিং-এর আগে এবং পরে অবশ্যই ত্বকের যত্ন নেওয়া উচিত। ওয়াক্সিং-এর আগে জেল লাগালে ত্বক যেমন পরিষ্কার হয়ে যায় তেমনই তা মসৃণভাবে হেয়ার রিমুভাল করতেও সাহায্য করে। একই সঙ্গে ওয়াক্সের কোনও অবশিষ্টাংশ যাতে না থাকে তাই পোস্ট ওয়াক্সিং করা যায়৷ এর ফলে ত্বক নরম থাকে!
ম্যানিকিওর, পেডিকিওরে প্যারাফিন: ত্বকে একটু বেশি রিল্যাক্সেশন এবং পুষ্টি জোগাতে চাইলে ম্যানিকিওর ও পেডিকিওরে প্যারাফিন যোগ করা দরকার। প্যারাফিন থেরাপি খুব ভাল ভাবে হাইড্রেট করে ত্বককে কোমল, নরম করে এবং আবহাওয়ার জন্যে হওয়া ত্বকের শুষ্কতা রোধ করে। এটি রক্ত সঞ্চালন বাড়ায় বলে শক্ত হয়ে যাওয়া পেশি এবং জয়েন্টের রিল্যাক্সিং হিট থেরাপি হিসাবে কাজ করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)