TRENDING:

Crime News: বান্ধবীর মায়ের সঙ্গেও সম্পর্ক? মগরাহাটে মিলল হরিদেবপুরের নিখোঁজ যুবকের দেহ

Last Updated:

অয়নের মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, যে যুবতীর সঙ্গে অয়নের সম্পর্ক ছিল, তাঁর মা অয়নের প্রতি দুর্বল ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়েছিল হরিদেবপুরের বাসিন্দা বছর একুশের যুবক৷ দু' দিন নিখোঁজ থাকার পর দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাট এলাকা থেকে যুবকের দেহ উদ্ধার করা হল৷ ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, অয়ন মণ্ডল নামে ওই যুবক অ্যাপ নির্ভর বাইক চালাতেন৷ দশমীর রাতে এক বন্ধু তাঁকে হরিদেবপুর এলাকাতেই অয়নের বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয়৷ সেখান থেকেই রাত তিনটে নাগাদ শেষ বার বাড়িতে ফোন করেন অয়ন৷ এর পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷

আরও পড়ুন: গরু পাচারকাণ্ডে তদন্তে অসহযোগিতা, টানা জেরার পর সিবিআই-এর বন্দি সেহগলকে গ্রেফতার করল ইডি

advertisement

এর পরই অয়নের পরিবারের তরফে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷ হরিদেবপুর এলাকাতেই অয়ন শেষ টাওয়ার লোকেশন মেলে বলে খবর৷ অয়নের মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, যে যুবতীর সঙ্গে অয়নের সম্পর্ক ছিল, তাঁর মা অয়নকে ভালবাসত৷

ফলে সম্পর্কের টানাপোড়েন থেকেই অয়নকে খুন হতে হল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ৷ ওই যুবতীর বাবার আবার চাঞ্চল্যকর অভিযোগ, তাঁর মেয়ে এবং স্ত্রীকে ধর্ষণ করেছে অয়ন৷ অত্যাচারও চালাতো সে৷ এমন কি, অ্যাসিড ছোড়ারও হুমকি দিত অয়ন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, মগরহাটে পুলিশ ক্যাম্পের লাগোয়া জঙ্গল থেকেই অয়নের দেহ উদ্ধার করা হয়৷ দেহের সঙ্গে নিখোঁজ অয়নের মিল থাকায় খবর দেওয়া হয় অয়নের পরিবারকে৷ পরে অয়নের পরিবারের সদস্যরা গিয়ে দেহ সনাক্ত করেন৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অয়নকে খুনই করা হয়েছে৷ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: বান্ধবীর মায়ের সঙ্গেও সম্পর্ক? মগরাহাটে মিলল হরিদেবপুরের নিখোঁজ যুবকের দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল