ব্রিজ দুর্ঘটনায় মৃত্যু হয় বেশ কয়েকজনের। ব্রিজের পাশেই চলছিল মেট্রোর নির্মাণকাজ। ধ্বংসস্তুপের নীচেও আটকে পড়া মানুষদের বের করার কাজ শুরু হয়।
আরও পড়ুন: বড়দিনেই চলে গেলেন ‘কলকাতার যিশু’, প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কিন্তু কেন ভেঙে পড়ল ৫০ বছরের পুরনো ব্রিজ? নকশায় ক্রুটি নাকি রক্ষণাবেক্ষণে গাফিলতি?
- ৬ মাস আগেই ব্রিজকে ফিট সার্টিফিকেট
advertisement
- পূর্ত দফতর সার্টিফিকেট দিলেও সংস্কারের সুপারিশ করা হয়
-- সংস্কারের জন্য টাকাও বরাদ্দ হয়
কিন্তু টাকা বরাদ্দ হলেও সংস্কারের কাজ শুরুই হয়নি। প্রথমে সেতুর নকশাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিউজ18 বাংলার উদ্যোগে অবশেষে তাঁর খোঁজ মেলে।
আরও পড়ুন: আজ ‘বড়দিন’, শহর জুড়ে উৎসবের মেজাজ
ব্রিজ ভেঙে পড়ার পর যানচলাচলে বিকল্প রাস্তা বের করতেও কম কাঠগড় পোহাতে হয়নি। রেলের সঙ্গে কথা বলে আলিপুর অ্যাভিনিউয়ে লেভেল ক্রসিংয়ের তৈরির ব্যবস্থা হয়। খুলে দেওয়া হয় বেলি ব্রিজ দিয়েও।
আরও পড়ুন: কেবল টিভি দেখতে এবার দেড় হাজার টাকা দিতে হবে প্রতি মাসে !
মাঝেরহাট ব্রিজ ভেঙে নতুন করে তৈরি হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝেরহাটের পর রাজ্যের অন্য সেতুগুলো নিয়েও উদ্যোগী হয়েছে প্রশাসন।