আজ ‘বড়দিন’, শহর জুড়ে উৎসবের মেজাজ
Last Updated:
#কলকাতা: জাঁকিয়ে শীত এখনও পড়েনি শহরে। তবে বড়দিনের উৎসবে পুরোমাত্রায় সামিল হতে তৈরি শহরবাসী। মঙ্গলবার সকাল থেকেই নিউটাউনের ইকো পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানা - সর্বত্রই মানুষের ঢল নামে। বড়দিনের ছুটি প্রাণভরে উপভোগ করতে পেরে সবথেকে খুশি অবশ্যই কচিকাঁচারা।
আলিপুর চিড়িয়াখানায় সকাল থেকেই এদিন ছিল পিকনিকের মেজাজ, পরিবার নিয়ে খাওয়া দাওয়া। এবার শীতে চিড়িয়াখানার নতুন অতিথি তিনটি শিম্পাঞ্জি। তাদের চালচলন, হাবভাব দেখতে ভিড় জমাচ্ছে কচিকাচারা। আলসেমি ঝেড়ে এদিন সকাল সকাল দেখা দেন বাঘমামাও।
view commentsLocation :
First Published :
December 25, 2018 8:56 AM IST

