কেবল টিভি দেখতে এবার দেড় হাজার টাকা দিতে হবে প্রতি মাসে !

Last Updated:
1/9
নতুন নিয়মে একেবারে খোলনলচে বদলে যেতে চলেছে কেবল টিভি প্যাকেজের ট্যারিফের ৷ ১ জানুয়ারি ২০১৯ থেকে একেবারে অন্যরকম হবেকেবল টিভি দেখা ৷ Photo Courtesy - Ditipriya Fan Club/ Facebook Account
নতুন নিয়মে একেবারে খোলনলচে বদলে যেতে চলেছে কেবল টিভি প্যাকেজের ট্যারিফের ৷ ১ জানুয়ারি ২০১৯ থেকে একেবারে অন্যরকম হবেকেবল টিভি দেখা ৷ Photo Courtesy - Ditipriya Fan Club/ Facebook Account
advertisement
2/9
এই নতুন নিয়মের আগে অবশ্য বেশ কিছু চ্যানেল নিজেদের প্যাকেজের টাকা অনেকটাই কমিয়ে দিয়েছে ৷ কিছুক্ষেত্রে সেটা প্রায় ৬০ শতাংশ অবধি কমিয়েছে ৷ Photo Source: Collected
এই নতুন নিয়মের আগে অবশ্য বেশ কিছু চ্যানেল নিজেদের প্যাকেজের টাকা অনেকটাই কমিয়ে দিয়েছে ৷ কিছুক্ষেত্রে সেটা প্রায় ৬০ শতাংশ অবধি কমিয়েছে ৷ Photo Source: Collected
advertisement
3/9
কালার্স ,জি এন্টারটেনমেন্ট, TV18, Times Network ইতিমধ্যেই নিজেদের প্যাকেজের মূল্য বেশ খানিকটা কমিয়ে দিয়েছে ৷ Photo Source: Collected
কালার্স ,জি এন্টারটেনমেন্ট, TV18, Times Network ইতিমধ্যেই নিজেদের প্যাকেজের মূল্য বেশ খানিকটা কমিয়ে দিয়েছে ৷ Photo Source: Collected
advertisement
4/9
TRAI  ৩৩২ টি পে চ্যানেলের দাম নিয়ে ইতিমধ্যেই আপডেটে সূচি বার করে দিয়েছে ৷ বেঙ্গালুরুর কেবল অপারেটরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যেভাবে চলছে তাতে মাসে কেবল টিভির চার্জ ১৫০০ টাকা অবধি হতে পারে ৷ Photo Source: Collected
TRAI ৩৩২ টি পে চ্যানেলের দাম নিয়ে ইতিমধ্যেই আপডেটে সূচি বার করে দিয়েছে ৷ বেঙ্গালুরুর কেবল অপারেটরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যেভাবে চলছে তাতে মাসে কেবল টিভির চার্জ ১৫০০ টাকা অবধি হতে পারে ৷ Photo Source: Collected
advertisement
5/9
আগে টাইমস গ্রুপের ৫ টি এইচ ডি চ্যানেলের জন্য টাকা ছিল ৩২টাকা ৫০ পয়সা ৷ হঠাৎ করেই তারা নিজেদের প্যাকেজের দাম বিভিন্ন চ্যানেল পিছু ১৫ থেকে ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে ৷ Photo Source: Collected
আগে টাইমস গ্রুপের ৫ টি এইচ ডি চ্যানেলের জন্য টাকা ছিল ৩২টাকা ৫০ পয়সা ৷ হঠাৎ করেই তারা নিজেদের প্যাকেজের দাম বিভিন্ন চ্যানেল পিছু ১৫ থেকে ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে ৷ Photo Source: Collected
advertisement
6/9
TV18 নিজেদের ৫৫ টি চ্যানেলের মধ্যে ২৩ টি চ্যানেলের দাম কমিয়েছে ৷ বিশেষত বাংলা সহ আঞ্চলিক ভাষার চ্যানেলগুলিতে ৫০ শতাংশ ভাড়া কমিয়েছে ৷ Photo Source: Collected
TV18 নিজেদের ৫৫ টি চ্যানেলের মধ্যে ২৩ টি চ্যানেলের দাম কমিয়েছে ৷ বিশেষত বাংলা সহ আঞ্চলিক ভাষার চ্যানেলগুলিতে ৫০ শতাংশ ভাড়া কমিয়েছে ৷ Photo Source: Collected
advertisement
7/9
Zee Entertainment আবার ইংরাজি চ্যানেল ভিউয়ারদের জন্য আলাদা প্যাকেজ করে ফেলেছে ৷ আগে জি প্রাইমে ইংরাজি ও হিন্দি চ্যানেল থাকলেও এখন শুধুমাত্র ইংরাজি চ্যানেলকেই প্রাইমে রাখা হয়েছে ৷  Photo Source: Collected
Zee Entertainment আবার ইংরাজি চ্যানেল ভিউয়ারদের জন্য আলাদা প্যাকেজ করে ফেলেছে ৷ আগে জি প্রাইমে ইংরাজি ও হিন্দি চ্যানেল থাকলেও এখন শুধুমাত্র ইংরাজি চ্যানেলকেই প্রাইমে রাখা হয়েছে ৷ Photo Source: Collected
advertisement
8/9
কেবল অপারেটররা জানিয়েছেন ৪০০ প্রিমিয়াম চ্যানেল উপভোক্তাদের ক্ষেত্রে চার্জটা ১৫০০ টাকা অবধি হয়ে যাবে ৷ Photo Source: Collected
কেবল অপারেটররা জানিয়েছেন ৪০০ প্রিমিয়াম চ্যানেল উপভোক্তাদের ক্ষেত্রে চার্জটা ১৫০০ টাকা অবধি হয়ে যাবে ৷ Photo Source: Collected
advertisement
9/9
নেটওয়ার্ক কানেক্ট ফি ১৩০ টাকা হবে ৷ ফ্রি এয়ার চ্যানেল ছাড়া বাকি পেইড চ্যানেলগুলোর ১ টাকা থেকে ১৯ টাকা অবধি হবে ৷ এছাড়া সাধারণভাবে কেবল দেখলে আপনার প্যাকেজ আসবে ১৫০ থেকে ৩০০ টাকা ৷  Photo Source: Collected
নেটওয়ার্ক কানেক্ট ফি ১৩০ টাকা হবে ৷ ফ্রি এয়ার চ্যানেল ছাড়া বাকি পেইড চ্যানেলগুলোর ১ টাকা থেকে ১৯ টাকা অবধি হবে ৷ এছাড়া সাধারণভাবে কেবল দেখলে আপনার প্যাকেজ আসবে ১৫০ থেকে ৩০০ টাকা ৷ Photo Source: Collected
advertisement
advertisement
advertisement