মৃতার বাবা মা-র অভিযোগ, বৌদির সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক জানতে তাঁদের পারে মেয়ে। তার জেরেই সাত মাসের কন্যা সন্তান-সহ তাঁকে খুন হতে হয়।
সূত্রের খবর, তমলুকের সোনম খাতুন(২৩) এর সঙ্গে ২ বছর আগে বিয়ে হয় মহিষাদলের লক্ষা ১ নম্বর গ্রামের চক গাজীপুরের বাসিন্দা শেখ সলমনের। সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে তাঁদের। শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ সোনম খাতুনের শ্বশুরবাড়ি থেকে ফোন আসে মেয়ের বাবা মঈনুদ্দিন আলির কাছে। বলা হয় শিশুকন্যাকে নিয়ে আত্মহত্যা করেছেন সোনম।
advertisement
আরও পড়ুন: ‘এতদিন কোথায় ছিলেন?’ মুর্শিদাবাদে গিয়েই একশো কোটি বরাদ্দ মমতার, তবু কটাক্ষ অধীরের
মেয়ের বাড়ি পৌঁছলে তাঁরা দেখেন কন্যাসন্তান সহ মেয়ের মৃতদেহ শোয়ানো রয়েছে। মৃতার বাবা মইনুদ্দিন আলির অভিযোগ, তাঁর জামাইয়ের স্বামীর সঙ্গে বউদির অবৈধ সম্পর্ক ছিল। সে কথা তার মেয়ে জানতে পেরে যাওয়ায় তাঁর মেয়েকে খুন হতে হয়। পুলিশ মৃতার স্বামী সহ ১ জনকে গ্রেফতার করেছে বলে।
সুজিত ভৌমিক