এলাকার ভালোমন্দ তাঁর দায়িত্বে। সেই তিনিই এখন পাড়ার মহিলার কাছে রীতিমত ত্রাস। অভিযুক্ত বারাকপুর ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজবিথী বিশ্বাস। অভিযোগ, সোমবার ছেলেকে টিউশন থেকে নিয়ে ফিরছিলেন মহিলা। সেই সময়ে অতর্কিতে পিছন থেকে তাঁর উপর হামলা চালান কাউন্সিলর। ধারাল অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় পিঠে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। সেই সুযোগে চম্পট দেন কীর্তিমান কাউন্সিলর।
advertisement
আরও পড়ুন
WhatsApp: এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য গ্রাহকদের দিতে হতে পারে টাকা
গুরুতর জখম মহিলাকে বারাকপুর বিএন বসু হাসপাতালে ভরতি করা হয়। এই প্রথম নয়। দীর্ঘদিন ধরেই বারাকপুরের কালিয়ানিবাসের বাসিন্দা এই মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ অজবিথীর বিরুদ্ধে । মাস দেড়েক আগে কাউন্সিলরের ভয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সে যাত্রায় কোনওরকমে বেঁচে যান। তবু কমেনি অত্যাচার।
টিটাগড় থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত অজবিথী বিশ্বাস। একে জনপ্রতিনিধি। তায় এলাকায় দারুণ দাপট অজবিথীর। ঘটনার পর থেকে তাই ভয়ে সিঁটিয়ে আছেন মহিলার পরিবারের সদস্যরা।