যদিও তদন্তে নেমে শুরু থেকেই অন্য গন্ধ পেয়েছিল পুলিশ৷ মহিলার বয়ানে অসঙ্গতি থেকেই তদন্তকারীদের মনে সন্দেহের উদ্রেক হয়৷ শেষ পর্যন্ত অবশ্য জানা গেল, বাপের বাড়িতে টাকা পাঠাতে নিজেই ছেলের বিয়ের জন্য কেনা গয়না বিক্রি করে দিয়ে ডাকাতির গল্প ফাঁদেন ওই মহিলা৷
এই ঘটনায় সোনালি বিশ্বাস নামে ওই মহিলা এবং তাঁর জামাইবাবুকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ৷ ধৃত ওই ব্যক্তির নাম রাজা নাগ৷
advertisement
আরও পড়ুন: ডোবা থেকে নিজেই কাটা মুণ্ডু তুলে আনল জলিল! দত্তপুকুরে চাঞ্চল্য, দেখুন ভিডিও
পুলিশ সূত্রে খবর, সামনেই সোনালি বিশ্বাস নামে ওই মহিলার সৎ ছেলের বিয়ে রয়েছে৷ সেই জন্য গত কয়েক মাস ধরেই অল্প অল্প করে গয়না কিনে রাখা হচ্ছিল বাড়িতে৷ মাস খানেক আগে ওই মহিলার বাপের বাড়ি থেকে টাকা চাওয়া হয়৷ কিন্তু সেই টাকার বন্দোবস্ত করা যায়নি৷ শেষ পর্যন্ত কাউকে কিছু না জানিয়েই ছেলের বিয়ের জন্য কেনা গয়না অল্প অল্প করে বিক্রি করতে শুরু করেন ওই মহিলা৷ নিজের জামাইবাবুর সঙ্গে মিলে এই পরিকল্পনা করেন তিনি৷ শেষ পর্যন্ত গত সোমবার ডাকাতির গল্প ফাঁদেন ওই মহিলা৷
ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন সোনালি বিশ্বাস৷ মহিলার দাবি ছিল, মুখে মাস্ক পরা দুই যুবক তাঁর পিছন পিছন এসে দরজায় ধাক্কা দিয়ে ফ্ল্যাটে ঢুকে তাঁর মাথায় আঘাত করে লুঠপাট চালায়৷ এর পর সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷ প্রায় আধ ঘণ্টা পর চোখ খুলে দেখেন তাঁর স্বামী ফিরে এসেছেন৷