Duttapukur Murder Case: ডোবা থেকে নিজেই কাটা মুণ্ডু তুলে আনল জলিল! দত্তপুকুরে চাঞ্চল্য, দেখুন ভিডিও

Last Updated : দক্ষিণবঙ্গ
অবশেষে দত্তপুকুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় খোঁজ মিলল কাটা মুণ্ডুর খোঁজ৷ মঙ্গলবার বামনগাছি রেল গেটের কাছে একটি ডোবা থেকে  নিহত হজরত লস্করের কাটা মুণ্ডু উদ্ধার করা হয়৷ খুনে অভিযুক্ত জলিল গাজিই কাটা মুণ্ডু কোথায় রয়েছে, তা দেখিয়ে দেন পুলিশকে৷ এর পর পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নিজেই হাতে করে প্লাস্টিকে ভরা কাটা মুণ্ডু তুলে আনে জলিল৷ জলিলের সঙ্গে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় খুনে অভিযুক্ত তার স্ত্রী সুফিয়াকেও৷ স্ত্রীর সাহায্যে হজরতকে ডেকে এনে মদ খাইয়ে তাকে খুন করে জলিল গাজি৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Duttapukur Murder Case: ডোবা থেকে নিজেই কাটা মুণ্ডু তুলে আনল জলিল! দত্তপুকুরে চাঞ্চল্য, দেখুন ভিডিও
advertisement
advertisement