TRENDING:

Suvendu Adhikari: ‘বাকিবুর রহমানের কাছ থেকে কি কোভিড তহবিলের চেক নিয়েছিলেন?’ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী

Last Updated:

X হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর পোস্টকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দুর প্রশ্ন, ‘‘শিক্ষা গেল জেলে। খাদ্য গেল জেলে। স্বাস্থ্য কবে যাবে জেলে?’’ বিরোধী দলনেতাকে পাল্টা খোঁচা শাসক শিবিরের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। দু’জনের গ্রেফতারের পরেই কোটি কোটি টাকার সম্পত্তির খতিয়ান সামনে আসছে। ঠিক এই আবহেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শোরগোল ফেলে দিয়েছে।
‘বাকিবুর রহমানের কাছ থেকে কি কোভিড তহবিলের চেক নিয়েছিলেন?’ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী
‘বাকিবুর রহমানের কাছ থেকে কি কোভিড তহবিলের চেক নিয়েছিলেন?’ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী
advertisement

শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘রেশন চোর বাকিবুর রহমানের কাছ থেকে কি কোভিড তহবিলের চেক নিয়েছিলেন?’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনটাই প্রশ্ন ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম । মুখ্যমন্ত্রী কি অনুগ্রহ করে স্পষ্ট করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর শুভেন্দু অধিকারীর X হ্যান্ডেলে এই পোস্টকে নিয়েই শাসক শিবিরের পাল্টা প্রশ্ন, ‘‘তিনি যে সমস্ত দুর্নীতির কথা এখন বলছেন সে ব্যাপারে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন মুখ্যমন্ত্রীকে তিনি  একটি চিঠিও লেখেননি কেন? তিনি তো জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই মন্ত্রীসভায় ছিলেন। তাহলে কেন তিনি সেই সময় সরকার কিংবা মুখ্যমন্ত্রীকে সতর্ক করেননি?’’

advertisement

আরও পড়ুন- যে সংস্থা তাঁকে তাড়িয়ে দিয়েছিল, সেখানকার সিইও-র থেকেও এখন বেশি আয়; দাবি জনপ্রিয় ইউটিউবারের

রবিবার সন্ধ্যায় বিজেপির সল্টলেক অফিসে দলের কোর কমিটির বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করে  কটাক্ষের সুরে বলেন, ‘‘শিক্ষা গেল জেলে। খাদ্য গেল জেলে। স্বাস্থ্য কবে যাবে জেলে?’’ বলা বাহুল্য,  শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতির পর এবার রেশন দুর্নীতির অভিযোগে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। বাকিবুর রহমানের পর রেশন দুর্নীতির অভিযোগে গত শুক্রবার ভোরে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।  যদিও শুক্রবার আদালতেই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

advertisement

advertisement

আরও পড়ুন– শ্বশুরবাড়িতে মেয়ের উপর অত্যাচারের কথা জেনে ব্যান্ড পার্টি নিয়ে সেখানে হাজির হলেন বাবা! তার পর….

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে শেষ জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরিস্থিতির আপডেট এসেছে। হাসপাতাল সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের হল্টার মনিটর খুলে দেওয়া হয়েছে। ব্রেন এমআরআই এবং স্পাইন এমআরআই হয়েছে। একাধিক চিকিৎসক দেখেছেন। দুর্বলতা থাকলেও ডায়াবেটিস সমস্যা ছাড়া অন্য তেমন গুরুতর সমস্যা আপাতত নেই জ্যোতিপ্রিয় মল্লিকের। মোটের উপর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘বাকিবুর রহমানের কাছ থেকে কি কোভিড তহবিলের চেক নিয়েছিলেন?’ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল