ঘটনার পরই তাঁকে তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা দ্রুত তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন এবং অবস্থার তেমন উন্নতি হয়নি বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে রাখা হয়েছে অবজারভেশনে, চলছে চিকিৎসা।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, থানার তরফে অ্যাম্বুল্যান্সে করে বিভাসকে এসএসকেএম নিয়ে আসার পরে তারা মঙ্গলবার ভোরেই এসএসকেএম-এ পৌঁছেছেন এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ২৮ বছরের বিভাস ঘোষ, কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। ২০২২ সালে রাজ্য পুলিশের কনস্টেবল পদে যোগ দেন। মাত্র তিন মাস আগে, ফেব্রুয়ারিতে বিয়ে হয় তার স্ত্রী মৌসুমীর সঙ্গে। বর্তমানে তাঁর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
আরও পড়ুনঃ রাজ্যে দুর্বার গতিতে বাড়ছে সংক্রমণ, কলকাতায় কোভিড আক্রান্ত মহিলার মৃত্যু, রাজ্যে করোনার প্রথম বলি
পরিবারের মতে, বিয়ের পর থেকে তেমন কোনও সমস্যার কথা জানা যায়নি। এমনকী শনিবার জামাইষষ্ঠীর জন্য বাড়ি এসেছিলেন বিভাস, সেখান থেকেই ডিউটির জন্য বেরিয়ে যান সোমবার বিকেলে। সন্ধ্যায় বাবাকে ফোনও করেছিলেন, তখনও কিছু অস্বাভাবিক বলে মনে হয়নি। বাড়ির ছেলে কোনও কারণে আত্মহত্যা করার চেষ্টা করতে পারেন, সেই কথা মানতে পারছেন না পরিবারের সদস্যরা। কখনও সেভাবে অবসাদে থাকতেও তাকে তারা দেখেননি বলেই দাবি।
সহকর্মীদের মতে, বিভাস দীর্ঘদিন ধরেই নার্ভের সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। তবে সেটাই আত্মহত্যার কারণ কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আত্মহত্যার চেষ্টার পেছনে কোনও পারিবারিক বিবাদ বা মানসিক চাপের নির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের তরফে এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))