TRENDING:

পুজোয় আজ থেকে সারারাত চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি

Last Updated:

যাত্রী সংখ্যার গন্ডী ছাড়ালো ৭ লক্ষেরও বেশি ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: হাতে সময় নিয়ে দেদার ঠাকুর দেখুন ৷ বাড়ি ফেরায় আজ আর কোনও তাড়াহুড়ো নয়। কারণ আজ, সপ্তমী থেকেই সারারাত মিলবে মেট্রো পরিষেবা। নবমী পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা করে রেখেছে কলকাতা মেট্রো ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। কবি সুভাষ থেকে দমদম বা দক্ষিণেশ্বর। যে প্রান্তেই যান না কেন? ভোর রাত পর্যন্ত এই পরিষেবা মিলবে। সেই ব্যবস্থাই করা হয়েছে। আজ সপ্তমী থেকে দেখে নিন এক নজরে মেট্রোর সময়।
advertisement

পুজোয় চলবে সারারাত মেট্রো। সপ্তমী থেকে নবমী এবারও সারারাত মেট্রো। দুপুর ১টা-র সময় প্রথম মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৩ঃ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৩ঃ৫০ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো ভোর চারটেয়। কবি সুভাষ থেকে শেষ মেট্রো ভোর চারটেয়। এই তিনদিন মেট্রো চলবে আপ ও ডাউনে ১২৪ টি করে ৷ পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চলবে সাধারণ সময়েই।

advertisement

আরও পড়ুন- কেজরিওয়ালকে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারার অভিযোগ রাজকোটে ! 

আপ ও ডাউনে চলবে ২৮৮ টি মেট্রো। দশমীতে মেট্রো চলবে ১৩২ টি।দুপুর ১ টায় প্রথম মেট্রো। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৯ঃ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৯ঃ৫০ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো রাত ১০'টায়। মধ্য রাত পর্যন্ত মেট্রো মিলবে সল্টলেক-শিয়ালদহের মধ্যে। প্রথম পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ১১ঃ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো দুপুর ১২'টায়। শেষ মেট্রো শিয়ালদহ থেকে রাত ১১ঃ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে রাত ১১ঃ৪০ মিনিটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সপ্তমী থেকে নবমী আপ ও ডাউনে ৭২ মেট্রো চলবে। অন্যদিকে ষষ্ঠীর সন্ধ্যায় রেকর্ড ভিড় হল কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায়। যা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে চলাচল করেছে। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, প্রায় ৭ লাখ ৫৩ হাজার যাত্রী ব্যবহার করেছেন এই মেট্রো ৷ এর ফলে দৈনিক টিকিট, স্মার্ট কার্ড, বিক্রি করে মেট্রোর আয় হয়েছে ১ কোটি ২৬ লক্ষ টাকার বেশি। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা কমেছে ৬ হাজার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোয় আজ থেকে সারারাত চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল