সনিয়া নারাং। বর্তমানে ইডি-র অন্যতম স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্রর অধীনে যে চার ডিরেক্টর রয়েছেন, সনিয়া তাঁদের মধ্যে অন্যতম। সহকর্মীদের কাছে অত্যন্ত ডাকসাইটে বলেই পরিচিত। শুধু বুদ্ধিতেই নয়, গায়ের জোরেও যে কাউকে মাত করে দিতে পারেন ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট সনিয়া।
আরও পড়ুন: রাতভর ঘুম নেই! সকাল সকাল চায়ের কাপ হাতে বাংলা খবরের কাগজের খোঁজ অনুব্রতর
advertisement
জানা গিয়েছে, অভিযুক্তদের চোখা চোখা প্রশ্নে পর্যুদস্ত করে দেওয়ায় সনিয়ার বিশেষ ব্যুৎপত্তি রয়েছে। আর প্রশ্নের ঠিকঠাক উত্তর না পেলে তো...কথাই নেই। শোনা যায় একসময় নাকি এক বিজেপি বিধায়কের গালেও ঠাসিয়ে চড় বসিয়েছিলেন তিনি। কর্নাটকের লোকায়ুক্ত দুর্নীতি ফাঁসে তাঁর ভূমিকা সকলের নজর কেড়েছিল। বেঙ্গালুরুর PU পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলারও তদন্ত করেছিলেন তিনি। বারবারই নানা কাজের জন্য সংবাদ শিরোনামে এসেছেন এই নারাং।
চণ্ডীগড়ের বাসিন্দা সনিয়ার বাবাও ছিলেন আইপিএস। ছোট থেকেই পড়াশোনায় দুর্ধর্ষ, দ্বাদশে উত্তর ভারতে প্রথম হয়েছিলেন। পরে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেলিস্ট। ২ বার অসফল হওয়ার পরে ২০০২ সালে আইপিএস ক্র্যাক করেন সনিয়া।
আরও পড়ুন: সাইকেল বা বাইকের পিছনে কেন দৌড়য় কুকুর? বৈজ্ঞানিক ব্যাখ্যা জানেন কি?
সূত্রের খবর, এই ৬ সদস্যের দলে সনিয়া ছাড়াও রয়েছেন স্পেশ্যাল ডিরেক্টর বিবেক আর ওয়াদেকার, স্পেশ্যাল ডিরেক্টর রাহুল নবীন, দলে থাকছেন সনিয়া নারাং। থাকছেন স্পেশ্যাল ডিরেক্টর মনিকা শর্মাও। দলে রাখা হয়েছে সুনীল কুমার যাদব, যোগেশ শর্মা, ও সোহান কুমার শর্মার মতো অফিসারদের।