TRENDING:

পঞ্চায়েত ভোট কবে ? হাইকোর্টের রায়ের উপরই ঝুলে ভাগ্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েত ভোটের ভবিষ্যত এখনও বিশ বাঁও জলে ৷ কবে হবে ভোট ? কত দফায় ভোট হবে ? তা নিয়ে এখনও অন্ধকারে রাজ্যবাসী ৷ একদফায় পঞ্চায়েত ভোট করার আর্জি রাজ্য সরকারের ৷ কিন্তু নিরাপত্তার অজুহাতে দু’দফায় ভোট করার পক্ষে সওয়াল করেছে নির্বাচন কমিশন ৷ এদিকে সোমবার ভোটের দিন ঘোষণা করার কথা ছিল ৷ কিন্তু আদালতের নির্দেশে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র রাজ্য রাজনীতি ৷ তাই ভোটর দিন স্থির করতে কমিশনকেই ডাকেনি রাজ্যকে ৷ তবে, আজ হাইকোর্টের রায়ের পর কমিশন রাজ্য় সরকারের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে ৷
advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টে বিজেপি

পঞ্চায়েত ভোট নিয়ে রাজনৈতিক তরজাও অব্যহত ৷ দিন ঘোষণা করার আগে ফের আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা ৷ আজই পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির দায়ের করা মামলার শুনানি হবে সুব্রত তালুকদারের এজলাসে ৷ পঞ্চায়েত ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে হবে ৷ শীর্ষ আদালত এবং সিঙ্গল বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন ৷ কিন্তু নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মানছে না ৷ এই অভিযোগেই ফের হাইকোর্টে গেল পঞ্চায়েত ভোট মামলা ৷ কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার নালিশ করল বিজেপি, কংগ্রেস, সিপিএম-পিডিএসের প্রতিনিধিরা ৷ মূল পঞ্চায়েত মামলার সঙ্গেই যুক্ত করা হবে এই আবেদনগুলি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

কিন্তু এই গোটা ঘটনাকেই চক্রান্ত বলে দাবি করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, বিরোধীরা প্রার্থী দিতে পারছে না কেন্দ্রে ৷ সেই কারণে বিশৃঙ্খলার অভিযোগ এনে পঞ্চায়েত ভোট পিছোতে চাইছে ৷  কারণ আদতে যদি সংঘর্ষের খবর সত্যি হত তাহলে বিরোধীরা কীভাবে ৭৩ শতাংশ মনোনয়ন দিতে পারে কি করে ? এই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোট কবে ? হাইকোর্টের রায়ের উপরই ঝুলে ভাগ্য