আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টে বিজেপি
পঞ্চায়েত ভোট নিয়ে রাজনৈতিক তরজাও অব্যহত ৷ দিন ঘোষণা করার আগে ফের আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা ৷ আজই পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির দায়ের করা মামলার শুনানি হবে সুব্রত তালুকদারের এজলাসে ৷ পঞ্চায়েত ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে হবে ৷ শীর্ষ আদালত এবং সিঙ্গল বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন ৷ কিন্তু নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মানছে না ৷ এই অভিযোগেই ফের হাইকোর্টে গেল পঞ্চায়েত ভোট মামলা ৷ কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার নালিশ করল বিজেপি, কংগ্রেস, সিপিএম-পিডিএসের প্রতিনিধিরা ৷ মূল পঞ্চায়েত মামলার সঙ্গেই যুক্ত করা হবে এই আবেদনগুলি ৷
advertisement
কিন্তু এই গোটা ঘটনাকেই চক্রান্ত বলে দাবি করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, বিরোধীরা প্রার্থী দিতে পারছে না কেন্দ্রে ৷ সেই কারণে বিশৃঙ্খলার অভিযোগ এনে পঞ্চায়েত ভোট পিছোতে চাইছে ৷ কারণ আদতে যদি সংঘর্ষের খবর সত্যি হত তাহলে বিরোধীরা কীভাবে ৭৩ শতাংশ মনোনয়ন দিতে পারে কি করে ? এই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি ৷