TRENDING:

Abhishek Banerjee: জুলাই নাকি অগাস্ট! কবে হবে পঞ্চায়েত ভোট? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে রাজ্য়জুড়ে জল্পনা

Last Updated:

* তৃণমূলের কর্মসূচীর সাথে, পঞ্চায়েতের নির্ঘন্টের সম্পর্ক নেই, জানিয়ে দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কবে হবে পঞ্চায়েত ভোট? মে, জুন নাকি সেই জুলাই৷ এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে৷ সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কর্মসূচি ঘোষণা হওয়ার পরে৷
advertisement

এদিন তিনি ঘোষণা করেছেন, ২৫ এপ্রিল থেকে আগামী দু'মাস তিনি রাজ্যের সমস্ত পঞ্চায়েত এলাকায় ঘুরে বেরাবেন, কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে, আর সেখান থেকেই ঠিক হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, আসলে এর মধ্যেই লুকিয়ে রয়েছে এখনই পঞ্চায়েত ভোট না হওয়ার ইঙ্গিত। যদিও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, এই কর্মসূচির সঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশের কোনও সম্পর্ক নেই৷ যদি ভোট ঘোষণা হয়ে যায়, তাহলে যে অংশ পর্যন্ত কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে, সেই পর্যন্তই করা হবে।

advertisement

আরও পড়ুন: আজ থেকেই আবহাওয়ার সুর বদল! মাঝে আর কটা মাত্র দিন, তার পরেই ঝেঁপে নামবে বৃষ্টি

এতদিন ধরে নির্বাচন কমিশনের তরফে জানানো হচ্ছিল,পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা তাদের হয়নি। রাজ্য নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, ভোট শেষ হওয়ার পরে প্রথমে গঠন হয় বোর্ড, তারপর প্রথম যেদিন বোর্ড মিটিং হয়, সেই দিন থেকে পরবর্তী পাঁচ বছর এই পঞ্চায়েতের মেয়াদ থাকে। সেই মোতাবেক ২০১৮ সালে রাজ্যের পঞ্চায়েত গুলির মেয়াদ উত্তীর্ণ হওয়ার শেষ দিন ৩১ অগাস্ট।

advertisement

যদি শাসকদলের কর্মসূচি দেখা যায়, তাহলে দুমাস সময় কাল মানে জুন মাসের তৃতীয় সপ্তাহ। আর এরপরেই যদি পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়, তাহলে তা জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

advertisement

দুদিন আগেও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছিল, বৈশাখ মাসে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আপাতত কোনও সম্ভাবনাই নেই। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, এই বছর যেভাবে গরম পড়েছে তাতে গরম একটু না কমলে কোনওরকম পদক্ষেপ করতে চাইছে না রাজ্য নির্বাচন কমিশন।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

তবে অনেকেই বলছেন গোটা রাজ্যে যেভাবে দাবদাহ চলছে, আগামী কয়েকদিনের মধ্যেই তার হাত থেকে অনেকটাই রেহাই মিলবে সকলের। অন্তত, এই গলদঘর্ম অবস্থায় আর দৌড়ঝাঁপ করতে হবে না। সেই জায়গা থেকে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: জুলাই নাকি অগাস্ট! কবে হবে পঞ্চায়েত ভোট? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে রাজ্য়জুড়ে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল