TRENDING:

Mohan Bhagwat: বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সঙ্ঘ? নাগরিকের তোলা প্রশ্নে কী বললেন মোহন ভাগবত?

Last Updated:

জনৈক নাগরিক - RSS প্রধানের কথোপকথনের ভিডিও সমাজমাধ্যমে তুলে ধরছে বঙ্গ পদ্ম শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কেন্দ্রীয় সরকার যদি মনে করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জরুরী তাহলে সেই ব্যাপারে তাদের যে সম্মতি রয়েছে বলে স্পষ্ট জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। রাজ্যের আইন শৃঙ্খলার প্রসঙ্গ তুলে অবিলম্বে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করা জরুরি বলে আগে রাজ্য বিজেপির অনেকেই জোর সওয়াল করেছেন।
মোহন ভাগবত (File Photo)
মোহন ভাগবত (File Photo)
advertisement

আরও পড়ুন– ‘ডেলয়েট থেকে ছাঁটাই করায় খুব খুশি, এখন সুখে আছি’, ৭৬ লাখ টাকা বেতন পেলেও জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল প্রাক্তন কর্মচারীর

সম্প্রতি কলকাতায় একটি আলোচনা সভায় আরএসএস প্রধান মোহন ভাগবত এসেছিলেন। সেখানেই একজন নাগরিক আরজি করের ঘটনা তুলে ধরে বাংলায় রাষ্ট্রপতি শাসন কেন প্রয়োগ করা হচ্ছে না? এ ব্যাপারে আরএসএস এর মত কি? এ ব্যাপারে সরাসরি মোহন ভাগবতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। জবাবে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আরজিকর কাণ্ডের তীব্র নিন্দা করে মোহন ভাগবত বললেন, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি করার বিষয়টি কেন্দ্রীয় সরকারের আওতাধীন। কেন্দ্রীয় সরকারের সব সিদ্ধান্তকে সঙ্ঘ সমর্থন করবে।’’

advertisement

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায়ের একটি বক্তব্যের পাশাপাশি মোহন ভাগবত ও ওই নাগরিকের কথোপকথনের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‌রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সঙ্ঘ প্রধানের সেই বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে তুলে ধরে লিখেছেন, ‘‘আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে রাজ্যে কি ৩৫৬ ধারা জারি করা উচিত? আরএসএস প্রধান মোহন ভাগবতের জবাব, এ নিয়ে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপই করবে সঙ্ঘ তা সমর্থন করবে। সমাজেরও দাবি তোলা প্রয়োজন।’’

advertisement

আরও পড়ুন– পুজো তো এসেই গেল, ভাল করে ত্বকের যত্ন নিচ্ছেন তো? সারা বছর ত্বককে ভাল রাখতে এই কাজগুলি করতেই হবে, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ

এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় এক বিবৃতিতে জানিয়েছেন, গত রবিবার কলকাতার রথীন্দ্র মঞ্চে একটি অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পূজনীয় সরসঙ্ঘচালক মোহন ভাগবত ভাষন দেন। উপস্থিত দর্শকদের একজন ব্যক্তির পক্ষ থেকে একটি প্রশ্ন আসে, আরজি করের নির্মম অপরাধের পরে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন কেন প্রয়োগ করছে না, এ বিষয়ে সঙ্ঘের মত কি? এই প্রশ্নের উত্তরে মোহন ভাগবত বলেন যে, রাষ্ট্রপতি শাসন তো কেন্দ্রীয় সরকার জারি করবে। এবং এই বিষয়ে ভারত সরকারের সব সিদ্ধান্তকে সঙ্ঘ সমর্থন করবে।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

পশ্চিমবঙ্গের বেহাল আইন শৃঙ্খলার অভিযোগে বারবারই সরব হন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির একাধিক নেতা। রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ ও রাষ্ট্রপতি শাসনের মত পরিস্থিতি তৈরি হয়েছে বলে বারবারই সুর চড়াতে দেখা গেছে বঙ্গ পদ্ম শিবিরকে। যদিও বুধবার একটি অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ক্ষমতায় আসার বিষয়ে আমাদের কোনও তাড়াহুড়ো নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে পরাজিত করেই মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায় বিজেপি।’’ তবে শুভেন্দু অধিকারী থেকে অন্যান্য বিজেপি নেতাদের মোহন ভাগবতের রাষ্ট্রপতি শাসন ইস্যুতে ‘সম্মতি’ বিষয়ক বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে আরজি করের আন্দোলন আবহে আসলে কি বঙ্গ পদ্ম শিবির রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছে? উঠছে প্রশ্ন। ‌

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mohan Bhagwat: বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সঙ্ঘ? নাগরিকের তোলা প্রশ্নে কী বললেন মোহন ভাগবত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল