TRENDING:

সাত হাজার ৮০০ কোটি টাকার বেশি প্রকল্প পেতে চলেছে আজ রাজ্য

Last Updated:

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন একাধিক প্রকল্প। বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও শুক্রবার মোদি উদ্বোধন করবেন জোকা থেকে তারাতলা মেট্রো রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রেল ও নিকাশি, একাধিক প্রকল্পের আজ উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে রেলের হাত ধরেই একাধিক উন্নয়ন মূলক প্রকল্প প্রস্তুত হচ্ছে।
West Bengal will recieve seven thousand 800 crores aid as Narendra Modi visits
West Bengal will recieve seven thousand 800 crores aid as Narendra Modi visits
advertisement

বাংলা যে ৭ হাজার ৮০০ কোটি টাকার বেশির প্রকল্প পেতে চলেছে তার হিসাবও দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। বলা হয়েছে, রাজ্যের নিকাশি ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য মিলবে ২ হাজার ৫৫০ কোটি টাকার প্রকল্প। নতুন করে নিউ জলপাইগুড়ি স্টেশন তৈরির জন্য ৩৩৫ কোটি টাকার প্রকল্প। হুগলি ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন শহরের জন্য ৯৯০ কোটি টাকার নিকাশি প্রকল্প। স্বচ্ছ গঙ্গা মিশনের জন্য মিলবে ১ হাজার ৫৮৫ কোটি টাকার প্রকল্প।

advertisement

আরও পড়ুন -  ফুটবল রাজপুত্র মারাদোনার পাশেই সম্রাট পেলে, আকাশে একসঙ্গে ফুটবল খেলার পালা এবার !

বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও শুক্রবার মোদি উদ্বোধন করবেন জোকা থেকে তারাতলা মেট্রো রেল। এই খাতে খরচ ২ হাজার ৪৭৫ কোটি টাকা। এ ছাড়াও প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে জোকার ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইন্সটিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’-এর। এই প্রকল্প বাবাদ খরচ ১০০ কোটি টাকা। উত্তর ও দক্ষিণবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্পেরও সূচনা করবেন মোদি। এর মধ্যে উল্লেখযোগ্য ফালাকাটা থেকে গুমানিহাট দ্বিতীয় রেল লাইন পাতার কাজ। বরাদ্দ ১ হাজার ৮০ কোটি টাকা।

advertisement

আরও পড়ুন -  পেলের জন্য চোখের জল ফেলছেন মেসি নেইমার ! শ্রদ্ধা জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট

জোকা-তারাতলা মেট্রো, হাওড়া-এনজেপির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস, ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈঁচি-শক্তিগড় ডবল লাইন ও থার্ড লাইন, সুপার ক্রিটিক‌্যাল প্রোজেক্ট, নিমতিতা-নিউ ফরাক্কা ডবল লাইন। পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনের পুর্ণ উন্নয়নের শিলান‌্যাস ও আমবাড়ি ফালাকাটা থেকে গুমানিহাটের মধ্যে ব্রডগেজ লাইনের ডবলিংয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।তবে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্প রয়েছে রেলের৷ এর মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনের রিডেভলপমেন্ট নিয়ে বেশি খুশি উত্তরবঙ্গের নাগরিকরা। আগামী দিনে শিলিগুড়ি থেকে সিকিম রেল যোগাযোগ শুরু হচ্ছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের অন্যতম গেটওয়ে স্টেশন হচ্ছে এটি৷ নয়া স্টেশনের যে মডেল প্রকাশ্যে আনা হয়েছে তা দেখতে অনেকটাই বিমানবন্দরের মতো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/কলকাতা/
সাত হাজার ৮০০ কোটি টাকার বেশি প্রকল্প পেতে চলেছে আজ রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল