বাংলা যে ৭ হাজার ৮০০ কোটি টাকার বেশির প্রকল্প পেতে চলেছে তার হিসাবও দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। বলা হয়েছে, রাজ্যের নিকাশি ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য মিলবে ২ হাজার ৫৫০ কোটি টাকার প্রকল্প। নতুন করে নিউ জলপাইগুড়ি স্টেশন তৈরির জন্য ৩৩৫ কোটি টাকার প্রকল্প। হুগলি ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন শহরের জন্য ৯৯০ কোটি টাকার নিকাশি প্রকল্প। স্বচ্ছ গঙ্গা মিশনের জন্য মিলবে ১ হাজার ৫৮৫ কোটি টাকার প্রকল্প।
advertisement
আরও পড়ুন - ফুটবল রাজপুত্র মারাদোনার পাশেই সম্রাট পেলে, আকাশে একসঙ্গে ফুটবল খেলার পালা এবার !
বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও শুক্রবার মোদি উদ্বোধন করবেন জোকা থেকে তারাতলা মেট্রো রেল। এই খাতে খরচ ২ হাজার ৪৭৫ কোটি টাকা। এ ছাড়াও প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে জোকার ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইন্সটিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’-এর। এই প্রকল্প বাবাদ খরচ ১০০ কোটি টাকা। উত্তর ও দক্ষিণবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্পেরও সূচনা করবেন মোদি। এর মধ্যে উল্লেখযোগ্য ফালাকাটা থেকে গুমানিহাট দ্বিতীয় রেল লাইন পাতার কাজ। বরাদ্দ ১ হাজার ৮০ কোটি টাকা।
আরও পড়ুন - পেলের জন্য চোখের জল ফেলছেন মেসি নেইমার ! শ্রদ্ধা জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট
জোকা-তারাতলা মেট্রো, হাওড়া-এনজেপির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস, ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈঁচি-শক্তিগড় ডবল লাইন ও থার্ড লাইন, সুপার ক্রিটিক্যাল প্রোজেক্ট, নিমতিতা-নিউ ফরাক্কা ডবল লাইন। পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনের পুর্ণ উন্নয়নের শিলান্যাস ও আমবাড়ি ফালাকাটা থেকে গুমানিহাটের মধ্যে ব্রডগেজ লাইনের ডবলিংয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।তবে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্প রয়েছে রেলের৷ এর মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনের রিডেভলপমেন্ট নিয়ে বেশি খুশি উত্তরবঙ্গের নাগরিকরা। আগামী দিনে শিলিগুড়ি থেকে সিকিম রেল যোগাযোগ শুরু হচ্ছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের অন্যতম গেটওয়ে স্টেশন হচ্ছে এটি৷ নয়া স্টেশনের যে মডেল প্রকাশ্যে আনা হয়েছে তা দেখতে অনেকটাই বিমানবন্দরের মতো।
ABIR GHOSHAL