TRENDING:

West Bengal Weather Update: মহাষ্টমীর অঞ্জলি শেষ হতে না হতেই হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি ! অষ্টমী ও নবমীতে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

Last Updated:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু-ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। রাজ্যের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: আজ, মঙ্গলবার মহাষ্টমীর দিন অন্তত পূর্বাভাস ছিল না বৃষ্টির ৷ কিন্তু হঠাৎই সকাল সকাল শুরু হল ঝমঝমিয়ে বর্ষণ ৷ মানুষ অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষ করে বাড়ি ফেরার সময়েই বৃষ্টিতে ভিজতে বাধ্য হলেন ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু-ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। রাজ্যের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, মালদহ ও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে বাতাস। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷
হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি ! (Photo: AI Generated Image)
হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি ! (Photo: AI Generated Image)
advertisement

আরও পড়ুন– অষ্টমীতে রোদ ঝলমলে আবহাওয়া, নিশ্চিন্তেই ঘোরা যাবে মণ্ডপে, নবমীর রাত থেকে আবহাওয়ার বদল !

আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রাজ্যের ছয় জেলায় ৷ কলকাতা, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে বাতাস।

advertisement

আজ, মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা এমনিতে কম থাকবে অধিকাংশ জেলায়। মূলত আংশিক মেঘলা আকাশ  এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়া। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। আজ, অষ্টমীতে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলাতে।

আরও পড়ুন– ট্রফি নিয়ে পালানো..! পাকিস্তান ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে যাবে ! BCCI বড় পদক্ষেপ নিতে চলেছে

advertisement

নবমীর নিম্নচাপে দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাতে। কলকাতা-সহ সংলগ্ন একাধিক জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলাগুলি। শনিবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলায়। রবিবার কলকাতায় কার্নিভালের দিন কমবে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: মহাষ্টমীর অঞ্জলি শেষ হতে না হতেই হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি ! অষ্টমী ও নবমীতে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল