কলকাতায় আজ, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতি এবং শুক্রবারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকেও ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।
advertisement
আরও পড়ুন- নয়া স্মার্ট কার্ডে চমক কলকাতা মেট্রো রেলের
দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেশি হবে। বৃষ্টির সম্ভাবনা আজ কম। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। শুক্রবার সেই বৃষ্টি কিছুটা বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- চল্লিশ পেরিয়ে ভাল থাকার রহস্য? কী সাংঘাতিক, বিবাহবিচ্ছেদ কেন উঠে আসছে কারণ হিসেবে
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলায় কমবেশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
নতুন করে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড, ছত্তিসগঢ় এবং মধ্যপ্রদেশে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিন।