TRENDING:

West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

Last Updated:

উত্তরবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে উপকূল সংলগ্ন এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: উত্তরবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে উপকূল সংলগ্ন এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার, ২৮ অক্টোবর দক্ষিণে বাড়তে পারে বৃষ্টি। আজ, বৃহস্পতিবার ভাইফোঁটার দিনে ঝলমলে থাকবে আকাশ। আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু’এক জায়গায়। সব জেলাতেই ঝলমলে থাকবে আকাশ।
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি
advertisement

আজ, বৃহস্পতিবার ভাইফোঁটাতে ঝলমলে আকাশ। আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু-এক জায়গায়। মূলত পার্বত্য এবং উপকূল সংলগ্ন জেলাতে এই সম্ভাবনা বেশি। বাকি সব জেলাতেই ঝলমলে আকাশ থাকবে।

আরও পড়ুন- ব্যবসায়ীর ছেলে, জয়পুর থেকে পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ে; স্টারডমের চেয়েও বড় ছিল পরিবার, আসরানির পারিবারিক জীবন থেকেছে খ্যাতির আড়ালে

advertisement

উইকেন্ডে হাওয়া বদল। বাংলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ২৪ অক্টোবর থেকে হাওয়া বদল। উপকূলের জেলাতে বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে শুক্রবার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। শনিবার , রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। দখিনা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের আট জেলাতেই।

advertisement

আরও পড়ুন– আন্তর্জাতিক স্তরে পণ্য পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর, পেশাদারদের নিয়ে জোরদার প্রচার চালানোর সিদ্ধান্ত 

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। তার আগে শুক্রবার থেকেই হাওয়া বদল। শুক্রবারেও বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র পার্বত্য দুই জেলাতে। দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং রবিবার এই তিন জেলার সঙ্গে মালদহতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি উত্তরবঙ্গে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল