TRENDING:

West Bengal Weather: বৃষ্টি নিয়ে সুখবর দিল হাওয়া অফিস! সোমবার থেকেই বাংলার আবহাওয়ার বড় পরিবর্তন?

Last Updated:

West Bengal Weather: আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে হেমন্তের পরিবেশ (West Bengal Weather)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আনুষ্ঠানিকভাবে শনিবারই বাংলা থেকে বিদায় নেওয়ার কথা ছিল বর্ষার। একইসঙ্গে আগামী সপ্তাহ থেকেই সকালে শীতের আমেজ পাবে বাঙালি। তবে, পাহাড়ের চিন্তা বাড়িয়ে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে হেমন্তের পরিবেশ (West Bengal Weather)।
দক্ষিণবঙ্গে আজ ছিল পরিষ্কার আকাশ। উপকূলের জেলাগুলিতে সকালে আংশিক মেঘলা আকাশ। শনিবার থেকে পরিষ্কার হবে আকাশ। নামবে কলকাতার তাপমাত্রা। জমিয়ে শীতের আমেজ দেখা যাবে দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে।আগামী সপ্তাহে শীত কড়া নাড়বে দরজায়। পরিস্থিতি অনুকূল থাকায় এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গে আজ ছিল পরিষ্কার আকাশ। উপকূলের জেলাগুলিতে সকালে আংশিক মেঘলা আকাশ। শনিবার থেকে পরিষ্কার হবে আকাশ। নামবে কলকাতার তাপমাত্রা। জমিয়ে শীতের আমেজ দেখা যাবে দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে।আগামী সপ্তাহে শীত কড়া নাড়বে দরজায়। পরিস্থিতি অনুকূল থাকায় এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
advertisement

আবহাওয়া দফতর সূত্রে বঙ্গবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হেমন্তের পরিবেশ অনুভূত হবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে তাপমাত্রা কমবে রবিবার থেকেই। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশারও দেখা মিলবে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ বোঝা যাবে বলে জানানো হয়েছে। বেলা বাড়লে অবশ্য উষ্ণতা ও আদ্রতাজনিত সামান্য অস্বস্তি থাকতে পারে।

advertisement

তবে, উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। অবশ্য দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের মতো জায়গায় বিক্ষিপ্তভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে নীচের দিকের জেলা মালদা ও দিনাজপুরে অবশ্য শুষ্ক আবহাওয়া অনুভূত হবে।

আরও পড়ুন: বড় খবর! লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম সরল করল রাজ্য, বহু মানুষের সমস্যা মিটল...

advertisement

প্রসঙ্গত, বর্ষার বিদায় রেখা নাগাল্যান্ডের কোহিমা-শিলচর-কৃষ্ণনগর-বারিপদা-মালকানগিরি হয়ে নালগোণ্ডা পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুধু বাংলা নয়, বর্ষা বিদায় নিচ্ছে উত্তর বঙ্গোপসাগর উত্তর-পূর্ব ভারত এবং ওড়িশা থেকেও। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গোয়া, কর্নাটকের কিছু অংশ থেকে বর্ষা-বিদায় পর্ব শুরু হচ্ছে রবিবার থেকেই। পরিস্থিতি অনুকূল থাকায় ২৬ অক্টোবর, মঙ্গলবারের মধ্যেই পুরো দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

আরও পড়ুন: সাংসদ পদে পদত্যাগ সাঙ্গ, বাবুল সুপ্রিয়কে এবার বড় দায়িত্ব দিল তৃণমূল!

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে মালদহ মেডিক্যালে চালু হচ্ছে রোগীর পরিজনদের রাত্রি নিবাস ভবন
আরও দেখুন

তবে, বর্ষার বিদায় পর্ব শুরু হতেই উত্তর-পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজও জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের বেশ কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর, লাদাখ, পঞ্জাব, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather: বৃষ্টি নিয়ে সুখবর দিল হাওয়া অফিস! সোমবার থেকেই বাংলার আবহাওয়ার বড় পরিবর্তন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল