TRENDING:

South Dum Dum Municipality: মন্ত্রী ঘনিষ্ঠ কাউন্সিলরের ইস্তফা, পদত্যাগের হুমকি তৃণমূলের আরও কয়েকজন পুরপ্রতিনিধির! দক্ষিণ দমদমে শোরগোল

Last Updated:

একা দেবাশিস বন্দ্যোপাধ্যায় নন, সূত্রের খবর ওই পুরসভার আরও বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বছরের শেষ দিনেই দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূলের পুরবোর্ডে ভাঙনের আশঙ্কা৷ বিধানসভা নির্বাচনের আগে আচমকাই কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷ এলাকায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবাশিসবাবু গত পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েও জয় পেয়েছিলেন৷ তার পর ফের তৃণমূলেই ফিরে আসেন তিনি৷
পদত্যাগ করলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷
পদত্যাগ করলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷
advertisement

তবে একা দেবাশিস বন্দ্যোপাধ্যায় নন, সূত্রের খবর ওই পুরসভার আরও বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ তার মধ্যে কয়েকজন ইতিমধ্যেই পুরপ্রধান কস্তুরী চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন বলে খবর৷

শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ এই কাউন্সিলরের আচমকা ইস্তফায় এলাকার তৃণমূল নেতাকর্মীদেরও মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে৷ ইস্তফা দেওয়ার পর দেবাশিসবাবুও দলের একাংশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন৷ তাঁর অভিযোগ, অনেকদিন ধরেই তাঁর বিরুদ্ধে দলের মধ্যেই চক্রান্ত করা হচ্ছিল৷

advertisement

দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বেশ কিছুদিন আগেই দলের জেলা সভাপতি পার্থ ভৌমিককে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি৷ ব্রাত্য বসুকেও পাঠিয়েছি৷ অনেক দিন ধরে ষড়যন্ত্র চলছে, কতদিন সহ্য করব? তাই আজকে এসডিও,চেয়ারম্যানের কাছে গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসলাম৷ আমি ১৯৯৮ সাল থেকে দল করছি৷ ১৯৯৯ সালের দলের প্রার্থী হয়েছিলাম৷ তখন দলের প্রার্থী পাওয়া যেত না৷ আমি যুব তৃণমূলের রাজ্য কমিটিরও সদস্য ছিলাম৷ প্রথম দিন থেকে তৃণমূল করছি৷ সিপিএম আমলে দলের পতাকা লাগিয়েছি, মার খেয়েও সহ্য করে নিয়েছি৷ কিন্তু এখন আমার দলের লোকেরাই আমার বিরুদ্ধে যা করছে, তা আরও বেশি বেদনায়দায়ক৷ তবে কাউন্সিলর পদে ইস্তফা দিলেও তিনি দলের কর্মী হিসেবে কাজ করে যাবেন বলেই দাবি করেছেন দেবাশিসবাবু৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মোবাইল ছেড়ে মগজাস্ত্রে মন, নবীন-প্রবীণের রুদ্ধশ্বাস লড়াই! তমলুকে দাবার মহাযজ্ঞ
আরও দেখুন

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দমদম টাউন তৃণমূল সভাপতি এবং ওই পুরসভারই ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত সেনশর্মাও দেবাশিস বাবুর পাশেই দাঁড়িয়েছেন৷ তিনি বলেন, দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সঠিক। আমরাও এই পথেই হাঁটতে চলেছি। সূত্রের খবর, ইতিমধ্যেই দক্ষিণ দমদম পুরসভার দমদম বিধানসভার অন্তর্ভুক্ত ১৭টি ওয়ার্ডের বেশ কিছু কাউন্সিলর তাঁদের পদত্যাগপত্র দক্ষিণ দমদম পুরসভার পৌরপ্রধানের কাছে জমা দিয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
South Dum Dum Municipality: মন্ত্রী ঘনিষ্ঠ কাউন্সিলরের ইস্তফা, পদত্যাগের হুমকি তৃণমূলের আরও কয়েকজন পুরপ্রতিনিধির! দক্ষিণ দমদমে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল