কলকাতা: রাজ্যের নয়া মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। আর বর্তমান মুখ্যসচিব মনোজ পন্থ হলেন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। আর এই সিদ্ধান্তের পরই রাজ্যের প্রথম মহিলা বাঙালি মুখ্যসচিব হলেন নন্দিনী। এদিকে, স্বরাষ্ট্র দফতরের সচিব পর্যায়েক দ্বায়িত্ব সামলাবেন জগদীশ প্রসাদ মিনা।
৩১ ডিসেম্বর, অর্থাৎ বুধবার ছিল মনোজ পন্থের মুখ্যসচিব হিসেবে মেয়াদের শেষ দিন। জল্পনা ছিল, তাঁর জায়গায় কে বসবেন তা নিয়ে। বুধবার জানা গেল, সেই পদে বসছেন নন্দিনী চক্রবর্তী।
advertisement
প্রসঙ্গত, গত জুন মাসে মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল মনোজ পন্থের। কিন্তু সেই সময়ে কেন্দ্রীয় সরকার তাঁর মেয়াদ ৬ মাসের জন্য বাড়িয়েছিল। সেই অনুযায়ী ৩১ ডিসেম্বরই তাঁর পদে থাকার শেষ দিন ছিল। সূত্রের খবর, এবারও তাঁর মেয়াদ বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তা হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন নতুন মুখ্যসচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব দেওয়ার।
২০২৬-এর ভোটের আগে বড় দায়িত্ব পেলেন ১৯৯৪ ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। অন্যদিকে ২০০৪ ব্যাচের আইএএস অফিসার জগদীশ মিনার ওপরও ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
