উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজ বৃহস্পতিবারও । আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দুই জেলায়। কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা-মাঝারি বৃষ্টি চলবে আরও কয়েকদিন।
advertisement
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একটানা বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দু-তিন দিন। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনও জেলাতে আপাতত নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে এবং অংশত মেঘলা আকাশ থাকবে আর তার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে ৷
কলকাতাতে আজ, বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফায় হতে পারে। একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে।
আরও পড়ুন-ঘরে-বাইরে ব্যস্ততার মাঝেই ঝরবে ওজন! মহিলাদের অব্যর্থ কাজে আসে এই ১৪ নিয়ম
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৭ মিলিমিটার।
আগামী ২৪ থেকে আট ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাখন্ড, হরিয়ানা, চণ্ডিগড়, পঞ্জাব, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড ওড়িশা এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পদুচেরি এবং পশ্চিমের কোঙ্কন গোয়া-সহ কর্ণাটক উপকূলে।