আবহাওয়া দফতর জানিয়েছে, সামান্য তাপমাত্রা বাড়লেও আজ, রবিবারও শীতের আমেজ থাকবে। কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে পারদ। পশ্চিমের জেলাগুলিতে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ থাকবে। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ।
আরও পড়ুন– Bira 91 এখন কোথায়? এক সময়ে পার্টিমাতানো পানীয় এখন বাজারে খুঁজে পাওয়া যায় না কেন
advertisement
আগামিকাল, সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া বদল হবে রাজ্যে। বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে। রবিবার থেকে বাতাসের গতি পরিবর্তন হবে। পশ্চিমী শীতল শুষ্ক বাতাসের প্রভাব কমবে। বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালী বাতাস বইবে দক্ষিণবঙ্গে কিছু জেলায়। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্প। বাতাসের দিক পরিবর্তনের জন্য দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অর্থাৎ স্বাভাবিকের নীচে যে পারদ নেমে গিয়েছে সেটা আবার স্বাভাবিকের কাছাকাছি আসবে। উত্তরবঙ্গে নীচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আগামী ৩-৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।
কলকাতায় আজ, রবিবারও রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা। আগামিকাল, সোমবার থেকে কিছুটা বাড়বে তাপমাত্রা। ৩-৪ দিনের মধ্যেই কলকাতায় পারদ ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে।
সোমবার থেকে বাড়বে কুয়াশার সম্ভাবনা। রাতে ও ভোরে শীতের আমেজ আর সঙ্গে কুয়াশা থাকবে। তবে বেলায় শীতের আমেজ কমে যাবে। খুব সকালে হালকা কুয়াশা। আগামী ৩-৪ দিন দৃশ্যমানতা বেশ কিছুটা নামতে পারে। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
