কলকাতা: ১০ বছর, ১২ বছর স্কুলে পড়ালেও হবে না৷ কর্মরত শিক্ষকদেরও দিতে হবে টেট। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এবার রিভিউ পিটিশনে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের। রিভিউ পিটিশনে যাওয়া নিয়ে স্কুল শিক্ষা দফতরের তরফে পাঠানো প্রস্তাবে সায় নবান্নের। স্কুল শিক্ষা দফতরের প্রস্তাবে অনুমোদন নবান্নের।
advertisement
প্রাথমিকে কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। যাঁরা টেট ছাড়া চাকরি করছেন তাঁদের টেট দিতে হবে। এর জেরে দীর্ঘ ১৫ বছর বা ২০ বছর ধরে শিক্ষকতা করার শিক্ষক-শিক্ষিকাদেরও দিতে হবে এই পরীক্ষা।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের জেরে রাজ্যে কর্মরত প্রায় এক লক্ষ শিক্ষক – শিক্ষিকাদের দিতে হবে টেট। তাই এর প্রভাব পড়তে পারে রাজ্যের প্রাথমিক স্তরের পঠন-পাঠনে। এই আশঙ্কায় রিভিউ পিটিশনে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের।
নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর আইনজীবীদের মতামত নিয়ে স্কুল শিক্ষা দফতর রিভিউ পিটিশন করবে সুপ্রিম কোর্টে বলেই সূত্রের খবর।