আরও পড়ুন-জন্মদিনে হারিয়ে যাওয়ার ভয় কলকাতার ট্রামের
আইটি, সোশ্যাল মিডিয়া, মিডিয়া অফিস বেয়ারার সব থাকবে এক ছাতার তলায়। কর্পোরেট ধাঁচে চলবে এবার থেকে রাজ্য বিজেপির নতুন দফতর । দলের মুরলীধর সেন লেনের রাজ্য দফতর মূলত এবার থেকে উত্তর কলকাতা জেলা বিজেপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। পঞ্চায়েত এবং লোকসভা ভোটের আগেই রাজ্য দফতরের ঠিকানা বদল করা হবে বলে আগেই জানিয়েছিলেন পদ্ম শিবিরের নেতারা।
advertisement
আরও পড়ুন- এয়ার আরবিয়ার পর এতিহাদ, কলকাতা-আবু ধাবি উড়ান ফের চালু হচ্ছে
সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া ৬ মুরলীধর সেন লেন বিজেপির রাজ্য দফতরের বর্তমান যে ঠিকানা, সেই ঠিকানা সরু গলির মধ্যে হওয়ায় অনেক হাইপ্রোফাইল নেতাই নিরাপত্তাজনিত কারণে সেখানে আসতে পারতেন না। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রথম সারির অনেক পদ্ম নেতাই রাজ্য সফর শুরু করেছেন। সাংগঠনিক বৈঠক থেকে বিভিন্ন দলীয় কাজকর্ম এবার থেকে নতুন ঠিকানাতেই করতে চায় বিজেপির রাজ্য কমিটি।
