TRENDING:

West Bengal SIR: ১১টি প্রমাণ পত্রের যে কোনও একটি...এসআইআর নিয়ে বড় বার্তা সুকান্তর! এবার আর 'পূর্বপুরুষরা' ফিরবেন না ভোটের দিন

Last Updated:

West Bengal SIR: দেশের প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকেই বাদ যাওয়ার কোনও প্রশ্ন ওঠে না। এমনই অভয় দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিহারে চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া। পশ্চিমবঙ্গেও তা হতে পারে এবং পশ্চিমবঙ্গবাসীর এতে আতঙ্কিত হয়ে পড়ার কোনও কারণ নেই। দেশের প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকেই বাদ যাওয়ার কোনও প্রশ্ন ওঠে না। এমনই অভয় দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
advertisement

তিনি বলেন, ‘২০০৩ সালের আগে থেকে যাঁদের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁদের নিয়ে চিন্তা নেই। ২০০৩ এরপর থেকে ভোটার তালিকায় যাঁদের নাম যুক্ত রয়েছে কেবলমাত্র তাঁদের সত্যতা যাচাই হবে। ১১টি প্রমাণ পত্রের মধ্যে যে কোনও একটির বৈধতা মিলতে হবে। নির্বাচন কমিশন সেই ঘোষণা করেছে।’ অন্যদিকে, ইতিমধ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস বিধায়ক রয়েছে এই সকল এলাকায় ভুয়ো কিংবা ভুতুড়ে ভোটারের সন্ধান দিচ্ছে খোদ বিরোধী দল বিজেপি।

advertisement

আরও পড়ুন: জিনঘটিত বিরল রোগে আক্রান্ত দুই বোন, চিকিৎসায় প্রয়োজন ১৮ কোটি টাকা! সাহায্যের আবেদন রাজারহাটের কুণ্ডু পরিবারের

সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সকলেরই অভিযোগ ভুতূড়ে ভোটারের মাধ্যমে বছরের পর বছর নির্বাচনে জেতে শাসকদল। অভিযোগ উঠেছে উলুবেরিয়া উত্তর বিধানসভা যেখানকার বিধায়ক নির্মল মাঝি সেখানে ভোটার তালিকায় রয়েছে ৩৯ জন মৃত ভোটার। এ বিষয়ে সুকান্ত মজুমদার অভিযোগের সুর চড়িয়ে বলেন, ‘রাজ্যটা ভরে গিয়েছে ভুতূড়ে ভোটারে। রাজ্যের শাসক দল লোকসভা বিধানসভা সকল নির্বাচনে ভোটারদের ভোটেই বারংবার জেতে।’

advertisement

আরও পড়ুন: ‘NRC হবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে!’, ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আতঙ্কে চরম সিদ্ধান্ত কলকাতার বাসিন্দার!

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

সুকান্ত মজুমদারের আরও সংযোজন, ‘বাঙালি রীতি অনুযায়ী মহালয়ার দিন তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আহ্বান জানানো হয়। কিন্তু এই সরকারের দৌলতে মহালয়ার পূণ্য তিথিতে বরং প্রতিবছর নির্বাচনে পূর্বপুরুষরা নিচে নেমে আসেন শুধুমাত্র তৃণমূলকে ভোট দেওয়ার জন্য।’ যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই সকল অভিযোগে নাক গলাতে নারাজ। এরাজ্যে কোনও ভাবেই SIR-এর মাধ্যমে কারও ভোটার কার্ড বাতিল হবে না বলে হুঁশিয়ারি শাসকদলের। আগামী বিধানসভা  নির্বাচনে এই SIR ইস্যু যে রাজ্য রাজনীতিতে বড় আকার ধারণ করতে চলেছে বা মূল অ্যাজেন্ডা হতে চলেছে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal SIR: ১১টি প্রমাণ পত্রের যে কোনও একটি...এসআইআর নিয়ে বড় বার্তা সুকান্তর! এবার আর 'পূর্বপুরুষরা' ফিরবেন না ভোটের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল