Bangla News: 'NRC হবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে!', ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আতঙ্কে চরম সিদ্ধান্ত কলকাতার বাসিন্দার!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Bangla News: পরিবারের দাবি, বার বার আশঙ্কা করছিলেন যে, এনআরসি হলে তাঁকে বাংলাদেশে পুশব্যাক করা হবে বা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তারপরেই সব শেষ।
কলকাতা: টালিগঞ্জ কুঁদঘাট অঞ্চলে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল রবিবার। দিলীপ কুমার সাহা চাকদা আনন্দপল্লীর বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গত সাত থেকে দশ দিন ধরে উনি মানসিক রোগে ভুগছিলেন।
পরিবারের দাবি, বার বার আশঙ্কা করছিলেন যে, এনআরসি আর সিএএ হলে তাঁকে বাংলাদেশে পুশব্যাক করা হবে বা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেই কারণে উনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। রবিবার সকালে বাড়িতেই তিনি আত্মহত্যা করেন।
দিলীপ সাহা, বয়স ৬০, ঢাকুরিয়ার একটি স্কুলে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। কিছুদিন ধরেই বাংলাদেশিদের পুশব্যাক করা হচ্ছে, এমন খবরে চিন্তিত ছিলেন, আতঙ্কিত ছিলেন। বাড়ির লোক বুঝিয়েছিলেন অনেকবার। ১৯৭২ সালে ভাই-বোনেরা মিলে চলে এসেছিলেন এই দেশে। তাঁর আতঙ্ক ছিল এনআরসি হলে তাঁকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই আতঙ্কেই আত্মহত্যা বলে দাবি পরিবারের।
advertisement
advertisement
আরও পড়ুন: ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত পরিবর্তন স্কলারশিপ, বার্ষিক বৃত্তি ৭৫০০০ টাকা, জেনে নিন
বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) হয়ে গিয়েছে। এ বার পশ্চিমবঙ্গ-সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআরের কাজ। জুলাইয়ের শেষেই সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলেছে নির্বাচন কমিশন।
advertisement

.
আরও পড়ুন: আপনি কি প্লাস্টিকে ভরে সবজি-ফল ফ্রিজে রাখেন? এর জেরে শরীরে কী হতে পারে জানলে শিউরে উঠবেন
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) হয়েছিল ২০০২ সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করে কাজ এগোতে চাইছে নির্বাচন কমিশন। গত সোমবার রাজ্যের ২০০২ সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে। এখনও পর্যন্ত ১১টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন।
advertisement
ইরণ রায় বর্মণ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2025 1:44 PM IST