গ্রীষ্মের পরে বর্ষা। কিন্তু, গরমের অস্বস্তি কাটছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টিও হচ্ছে না সেভাবে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে গত জুন মাসে বৃষ্টির ঘাটতি ৪৯ শতাংশ। সবচেয়ে কম বৃষ্টি মুর্শিদাবাদে ৷ এই জেলায় জুনে বৃষ্টির ঘাটতি ৬৪ শতাংশ।
কেন দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ঘাটতি ?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই বছরে দক্ষিণবঙ্গে বর্ষা এসেছে দেরিতে। নিম্নচাপও কম হয়েছে। এর জেরেই বৃষ্টি কম।
advertisement
আরও পড়ুন- পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করুন... বাড়ি, বাড়ি চিঠি দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর
বৃষ্টি কম হওয়ায় দক্ষিণবঙ্গে চিন্তায় কৃষকরা। এখন পাট পচানোর সময়। বৃষ্টির জমানো জলে পাট ভিজিয়ে পচানো হয়। এ ছাড়া, আমন ধানের চাষও শুরু হবে। বৃষ্টি কম হলে চাষে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ৷ ফলন কম হলে দামও বাড়তে পারে ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে সারা রাজ্যেই বৃষ্টির পরিমান বাড়তে পারে। কিন্তু, তাতে কি দক্ষিণবঙ্গে ঘাটতি মিটবে? প্রশ্ন অনেকেরই।
