TRENDING:

West Bengal Panchayat Election Resul 2023: রাজ্যপাল-বিএসএফ-বিজেপি, ভোট মিটতেই বৈঠক? কী আলোচনা..তুমুল তোপ কুণাল ঘোষের

Last Updated:

এদিন বেলা ১১টা নাগাদ রাজভবনে পৌঁছন বিএসএফ-এর স্পেশাল ডিজি৷ সূত্রের খবর, ভোটপর্বে কেন্দ্রীয় বাহিনীকে কী ভাবে ব্যবহার করা হয়েছে, এদিন তা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট জমা দেন তিনি৷ ভোট পরবর্তী হিংসা রুখতেই বা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী হবে, তা নিয়েও রাজ্যপালের সঙ্গে তাঁর আলোচনা হয় বলে সূত্রের খবর৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটপর্ব থেকে গণনাপর্ব৷ পঞ্চায়েত নির্বাচন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ৷ খুন, জখম,বোমাবাজি, গুলি, সংঘর্ষ- খবরের শিরোনামে উঠে এসেছে বারবার৷ এই পরিস্থিতিতে বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা৷ বিরোধীরা অভিযোগ তুলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করেনি কমিশন৷ আর এদিকে রাজ্যের ভোটপর্বের হিংসার সমস্ত দায় কার্যত কেন্দ্রীয় বাহিনীর উপরেই চাপাতে দেখা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে৷
advertisement

এই পরিস্থিতিতে, বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা৷ পাশাপাশি,  এদিনই রাজভবনে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যেরা৷

আরও পড়ুন: হুড়মুড়িয়ে নামবে পারদ! জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা, রইল দক্ষিণবঙ্গের সম্পূর্ণ ওয়েদার আপডেট

এদিন বেলা ১১টা নাগাদ রাজভবনে পৌঁছন বিএসএফ-এর স্পেশাল ডিজি৷ সূত্রের খবর, ভোটপর্বে কেন্দ্রীয় বাহিনীকে কী ভাবে ব্যবহার করা হয়েছে, এদিন তা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট জমা দেন তিনি৷ ভোট পরবর্তী হিংসা রুখতেই বা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী হবে, তা নিয়েও রাজ্যপালের সঙ্গে তাঁর আলোচনা হয় বলে সূত্রের খবর৷

advertisement

এর আগে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্পর্শকাতর বুথের তালিকা না দেওয়ার অভিযোগ তুলেছিল বিএসএফ।

পঞ্চায়েত নির্বাচন অশান্তির অভিযোগ তুলে বাংলায় তথ্য অনুসন্ধানকারী দল আগেই পাঠানোর কথা জানিয়েছিল বিজেপি। বুধবার বাংলায় পৌঁছয় সেই দল। বিজেপির সেই কমিটিতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিংহ, বিজেপি সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহ-সভাপতি তথা সাংসদ রেখা বর্মা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাঠানো চার সদস্যের সেই দল বৃহস্পতিবার সকালে পৌঁছে যায় রাজভবনে।

advertisement

আরও পড়ুন: বিধায়ককে কষিয়ে চড়! রাগে-ক্ষোভে বিস্ফোরক মহিলা, সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

এই বৈঠক নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল৷ এদিন বৈঠক শুরুর আগেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ট্যুইট করেন, ‘রাজভবনে একটি চক্রান্তমূলক বৈঠক হবে বলে খবর পাচ্ছি৷ রাজ্যপাল, বিজেপির কেন্দ্রীয় টিম, রাজ্য নেতা দু’একজন৷ সেখানে ব্লকের নেতা গদ্দার আসছে৷ কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের ডাকা হয়েছে শুনলাম৷ বিজেপি, কেন্দ্রীয় সরকার, বিজেপি, কেন্দ্রীয় সরকার, রাজ্যপাল মিলেমিশে একাকার৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Panchayat Election Resul 2023: রাজ্যপাল-বিএসএফ-বিজেপি, ভোট মিটতেই বৈঠক? কী আলোচনা..তুমুল তোপ কুণাল ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল