Viral Video: বিধায়ককে কষিয়ে চড়! রাগে-ক্ষোভে বিস্ফোরক মহিলা, সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল ভিডিও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
যদিও ঘটনার পরে ওই বিধায়ক জানিয়েছেন, তিনি ওই মহিলার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছেন না৷ ঈশ্বর সিং বলেন, ‘‘আমি ওঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছি না৷ আমি ওঁকে ক্ষমা করে দিয়েছি৷’’
হরিয়ানা: কোথাও আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়েও ঠিকঠাক বৃষ্টির দেখা মিলছে না, আবার কোথাও অতিবৃষ্টিতে বানভাসি এলাকা। যমুনার জলস্তর বেড়ে দিল্লিতে বন্যা পরিস্থিতি৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনেও জল৷ হরিয়ানার একাধিক অঞ্চলও জলমগ্ন৷ সেখানেই বানভাসি কৈথাল এলাকায় ঘটল এই ঘটনা৷
নিজের বিধানসভা এলাকায় বন্যা বিধ্বস্তএলাকা পরিদর্শনে গিয়েছিলেন জননায়ক জনতা পার্টির বিধায়ক ইশ্বর সিং৷ তিনি এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে নিজেদের অভাব অভিযোগ জানাতে শুরু করেন প্লাবিত এলাকার মানুষজন৷
আরও পড়ুন: শিউরে ওঠার মতো ঘটনা! খোদ রাজধানী দিল্লিতেই উদ্ধার মহিলার টুকরো টুকরো দেহ!
সেই ভিড়ের মধ্যেই ছিলেন ওই মহিলা৷ এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ৷ তাঁর অভিযোগ, খারাপ নিকাশি ব্যবস্থার জন্যই বারবার জলমগ্ন হয়ে পড়ে তাঁদের এলাকা৷
advertisement
advertisement
সেইসময়েই গলা চড়িয়ে বিধায়ককে অভিযোগ জানাতে শুরু করেন ওই মহিলা৷ প্রশ্ন করেন, ‘‘এখন কেন এলেন?’’, তারপরেই বিধায়ককে সপাটে চড়৷
#WATCH | Haryana: In a viral video, a flood victim can be seen slapping JJP (Jannayak Janta Party) MLA Ishwar Singh in Guhla as he visited the flood affected areas
“Why have you come now?”, asks the flood victim pic.twitter.com/NVQmdjYFb0
— ANI (@ANI) July 12, 2023
advertisement
ঘটনার অভিঘাতে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান বিধায়ক৷ প্রায় সঙ্গে সঙ্গেই অবশ্য বিধায়ককে ভিড়ের মাঝখান থেকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যান৷
আরও পড়ুন: দফায় দফায় উত্তেজনা! অশান্তি ঠেকাতে ড্রোনে নজরদারি, মাইকিং সমশেরগঞ্জে
যদিও ঘটনার পরে ওই বিধায়ক জানিয়েছেন, তিনি ওই মহিলার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছেন না৷ ঈশ্বর সিং বলেন, ‘‘আমি ওঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছি না৷ আমি ওঁকে ক্ষমা করে দিয়েছি৷’’
advertisement
যদিও ঘটনার ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haryana
First Published :
July 13, 2023 10:05 AM IST
