এদিন নিজের দফতর থেকে বেরনোর সময় রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এখনও ভাবিনি৷ কোনও ডিসিশন নিলে আমরা বলে দেব৷’’
এদিকে সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন৷ সেক্ষেত্রে, রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের তরফে আলাদা আলাদা করে মামলা করা হবে বলে জানা গিয়েছে৷
advertisement
সূত্রের খবর, আগামিকাল, শনিবার সুপ্রিম কোর্টে আলাদা আলাদা করে মামলা দায়ের করা হবে রাজ্য এবং নির্বাচন কমিশনের তরফে৷ মামলায় কমিশনের মূল বক্তব্য হবে, ‘‘স্পর্শকাতর বুথের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মূল্যায়ন চলছে। রাজ্য পুলিশ ইতিমধ্যেই নেমে পড়েছে।’’
এদিকে হাইকোর্টের রায়ের বিরোধিতায় মামলা হতে পারে ধরে নিয়ে আগে ভাগেই ক্যাভিয়েট ফাইল করেছে বিরোধী দল বিজেপি ও কংগ্রেস।
গত বৃহস্পতিবারের রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোথায়, কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, তা নিয়ে আলোচনা করে নির্দিষ্ট করবে কমিশন৷ আর সেই সিদ্ধান্ত নিয়েই ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে৷ সেই কারণে ৪৮ ঘণ্টার মধ্যেই মামলা করা হবে বলে সূত্রের খবর৷
ঈরণ রায় বর্মণ, অরূপ দত্ত