সূত্রের খবর, কমিশনের সচিব আধিকারিক এবং আইনজীবীদের সঙ্গে বৈঠক করে সেই খসড়া চূড়ান্ত করেছেন কমিশনার। কী রয়েছে সেই খসড়া হলফনামায়? সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী নয়, বরং সশস্ত্র রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচনে বুথের নিরাপত্তার পরিকল্পনা করছে রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুন: বাড়ছে কি পঞ্চায়েত ভোটের দফা? কী রিপোর্ট দেবে কমিশন? দিনভর হাইভোল্টেজ মামলায় নজর
advertisement
জানা গিয়েছে, রাজ্যে প্রায় ৬৩ হাজার বুথেই মোতায়েন হবে রাজ্য পুলিশ ও ভিন রাজ্য থেকে আসা সশস্ত্র পুলিশ বাহিনী। স্পর্শকাতর বুথের বাইরের নিরাপত্তার দায়িত্বে রাখা হবে কেন্দ্রীয় বাহিনীকে। সম্ভবত, এমন প্রস্তাবই সোমবার হাইকোর্টে জানাতে চলেছে কমিশন।
সূত্র মারফত কমিশনের বৈঠক থেকে যে বিষয়গুলি উঠে এসেছে তা হল, বাহিনী সংক্রান্ত কী কী পরিকল্পনা আছে, সোমবার হাইকোর্টে তার বিস্তারিত রিপোর্ট জানাবে রাজ্য নির্বাচন কমিশন। জানানো হবে কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় মোতায়ন হবে। এছাড়াও, কোন কোন এলাকাকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ এবং এলাকা হিসাবে চিহ্নিত করা হচ্ছে, তার তালিকাও আদালতে কমিশন জানাতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ‘বিজেপির সবচেয়ে বড় এজেন্ট’ .. পটনা বৈঠক টেনে কাকে নিশানা করলেন অভিষেক! ভয়ানক অভিযোগ
শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, রাজ্যের এবং রাজ্যের বাইরে অন্যান্য রাজ্য থেকে আসা স্বশস্ত্র পুলিশ বাহিনীকে কীভাবে কাজে লাগানো হবে, তার জন্য এদিন দীর্ঘ সময় ধরে রাজ্য নির্বাচন কমিশনে বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার, আইনজীবী সোনাল সিনহা ও সেক্রেটারি নীলাঞ্জন সান্ডিল্য।
বৈঠকে ঠিক হয়েছে কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে থাকবে। কেন্দ্রীয় বাহিনী বাইরে মোতায়েন কেন থাকবে, তার জন্য যুক্তিও তৈরি করেছে রাজ্য নির্বাচন কমিশন। এছাড়াও, সোমবার পঞ্চায়েত নির্বাচনের দফা নিয়ে কোনও প্রশ্ন আদালত উঠলে, তার জন্যও কমিশন তৈরি থাকছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলার শুনানি। সেখানে বাহিনী মোতায়েন ও সামগ্রিক পরিকল্পনা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট-সহ হলফনামা দেওয়ার কথা নির্বাচন কমিশনের।
রাজীব চক্রবর্তী