ভাঙড়ে হিংসায় মৃত্যু হয়েছিল তৃণমূলকর্মী রাজু নস্করের৷ সেই রাজু নস্করের পরিবারের তরফে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতেই কাশীপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করেছে বলে সূত্রের খবর৷
আরও দেখুন: পার্থকে দিয়ে ফাইল সই করিয়েছিলেন…নিজাম প্যালেসে ফের ডাক পড়ল আমলার, বড় নামের খোঁজে সিবিআই
advertisement
ভাঙড়ের হাটগাছা এলাকার বাসিন্দা ঋত্বিক নস্করের অভিযোগ, গত ১৫ জুন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে তাঁর শ্বশুর রাজু নস্করের উপরে চড়াও হয় এক দল দুষ্কৃতী। সেখানেই তাঁকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়৷ তারপর পানাপুকুরের পাশে রাজুকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ মৃত্যু হয় রাজুর৷
আরও পড়ুন: তৃণমূলকে ’সাফ’ করার ডাক! নন্দীগ্রাম থেকেই পঞ্চায়েতের প্রচারে ‘পা’ শুভেন্দুর
ঘটনার পরের দিন, অর্থাৎ, ১৬ জুন ঋত্বিক কাশীপুর থানায় নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পত্রে ঋত্বিক দাবি করেছেন, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের হামলাতেই তাঁর শ্বশুরের মৃত্যু হয়েছে৷ ঋত্বিকের সেই অভিযোগের ভিত্তিতেই নওশাদের বিরুদ্ধে ২৭৭ নম্বর এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে কাশীপুর থানার পুলিশ।