West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
কমিশন সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে প্রথমে গুরুত্ব দেওয়া হবে স্পর্শকাতর বুথগুলিতে৷ তারপরে বাকি বুথগুলির দিকে নজর৷ কেন্দ্রীয় বাহিনী ছাড়াও, ভোটকেন্দ্র এবং এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্য রাজ্য থেকে আসা পুলিশ এবং রাজ্য পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে বিবৃতিতে৷ সবশেষে যে ছবিটৈ বোঝা যাচ্ছে, তাহলে সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী৷
advertisement
একটা ভোটগ্রহণ কেন্দ্রে ১ টা বা দুটো বুথ প্রেমিস থাকলে হাফ সেকশন (৪ জন) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে৷ ৩ টে বা ৪ টে বুথ হলে ১ সেকশন মানে ৮ জন কেন্দ্রীয় বাহিনী, ৫ টা বা ৬ টা বুথে হলে দেড় সেকশন মানে ১২ জন কেন্দ্রীয় বাহিনী, ৭ টা বা তার বেশি বুথ হলে দুই সেকশন অর্থাৎ, ১৬ জন বাহিনী থাকবে৷ এছাড়াও, প্রতিটি স্ট্রং রুমে মোতায়েন থাকছে ১ কোম্পানি, অর্থাৎ, ১০০ জন কেন্দ্রীয় বাহিনী৷
প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশন মোট ৬১ হাজার ৬৩৬টি বুথের মধ্যে ৪ হাজার ৮৩৪টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে। শতাংশের হিসেবে যা ৭.৮৪ শতাংশ।
কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন বিভাগ এবং অন্যান্য রাজ্য থেকে আসা সশস্ত্র পুলিশের জেলাভিত্তিক মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে কমিশন। নিউজ এইট্টিন বাংলার হাতে এসেছে জেলা ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীর মোতায়েনের সেই পরিকল্পনার তালিকা। এক ঝলকে দেখে নেওয়া যাক জেলাভিত্তিক বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা।
পশ্চিম বর্ধমান – ৫ কোম্পানি SSB ৫কোম্পানি আসাম পুলিশ মোট ১০ কোম্পানি।
পূর্ব বর্ধমান – ২০কোম্পানি SSB, ১কোম্পানি CRPF, ১০কোম্পানি রাজস্থান পুলিশ, ২কোম্পানি অন্ধ্রপ্রদেশ পুলিশ মোট ৩৩কোম্পানি।
পশ্চিম মেদিনীপুর – ৯কোম্পানি CRPF, ৬কোম্পানি গুজরাট পুলিশ,৫কোম্পানি কর্ণাটক পুলিশ মোট ২০ কোম্পানি।
পূর্ব মেদিনীপুর – ২কোম্পানি ঝাড়খণ্ড পুলিশ,২৭কোম্পানি বিহার পুলিশ, ৮কোম্পানি নাগাল্যাণ্ড পুলিশ মোট ৩৭কোম্পানি।
পুরুলিয়া – ২১কোম্পানি BSF, ৫কোম্পানি ITBP মোট ২৬কোম্পানি।
বাঁকুড়া – ৫কোম্পানি CRPF, ৬কোম্পানি BSF মোট ১১কোম্পানি।
বীরভূম -২০কোম্পানি ITBP
হুগলি-৫কোম্পানি SSB, ১০কোম্পানি হায়দ্রাবাদ পুলিশ, ২কোম্পানি গুজরাট পুলিশ, ৬কোম্পানি গোয়া পুলিশ, ১কোম্পানি মিজোরাম পুলিশ,২কোম্পানি তেলেঙ্গানা পুলিশ, ২ কোম্পানি মহারাষ্ট্র পুলিশ মোট ২৮ কোম্পানি।
হাওড়া – ২কোম্পানি BSF, ৩০কোম্পানি RPF, ৩কোম্পানি মহারাষ্ট্র পুলিশ,২কোম্পানি গুজরাট পুলিশ মোট ৩৭ কোম্পানি।
উত্তর ২৪ পরগণা-১২কোম্পানি CRPF, ৫কোম্পানি CISF, ১০কোম্পানি ছত্তীশগড় পুলিশ, ৮কোম্পানি তামিলনাড়ু পুলিশ মোট ৩৫ কোম্পানি।
দক্ষিণ ২৪ পরগণা -২কোম্পানি SSB, ১০কোম্পানি পাঞ্জাব পুলিশ, ১৩কোম্পানি বিহার পুলিশ,৫কোম্পানি ছত্তীশগড় পুলিশ মোট ৩০ কোম্পানি।
দার্জিলিং – ২কোম্পানি CRPF, ২কোম্পানি চণ্ডীগড় পুলিশ মোট ৪কোম্পানি।
কোচবিহার -১০কোম্পানি CRPF, ১৮কোম্পানি BSF মোট ২৮ কোম্পানি।
আলিপুরদুয়ার – ১০কোম্পানি BSF
উত্তর দিনাজপুর – ১৪কোম্পানি BSF, ৬কোম্পানি SSB, ৫কোম্পানি ITBP মোট ২৫ কোম্পানি।
দক্ষিণ দিনাজপুর -১০ কোম্পানি BSF
জলপাইগুড়ি – ১০কোম্পানি BSF
মালদহ -৯কোম্পানি BSF, ২১কোম্পানি CRPF মোট ৩০কোম্পানি।
মুর্শিদাবাদ – ৮কোম্পানি CRPF, ৩৫কোম্পানি CISF, ২কোম্পানি গুজরাট পুলিশ মোট ৪৫ কোম্পানি।
নদিয়া – ১২কোম্পানি SSB, ২কোম্পানি ত্রিপুরা পুলিশ,৫কোম্পানি কর্ণাটক পুলিশ, ৮কোম্পানি কেরালা পুলিশ,৩কোম্পানি অরুণাচলের পুলিশ, ১কোম্পানি তেলেঙ্গানা পুলিশ মোট ৩১ কোম্পানি।
ঝাড়গ্রাম -৫কোম্পানি CRPF।