TRENDING:

WB Panchayat Election: হাতের পাঁচ ৩৩৭ নিয়েই কাজ শুরু কমিশনের! কোন কোন জেলায় বিশেষ নজর? রইল বিস্তারিত তালিকা

Last Updated:

এরমধ্যে গত ২৩ জুন আরও ৩১৫ কোম্পানি পাঠায় কেন্দ্র। বর্তমানে কমিশনের হাতে থাকা মোট ৩৭৭ কোম্পানি বাহিনীই বিভিন্ন জেলায় মোতায়েন করা হল বুধবার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত ২৩ জুন রাজ্যে পৌঁছে গিয়েছে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ এর আগেই কমিশনের আবেদনে সাড়া দিয়ে রাজ্যে ২২ কোম্পানি বাহিনী পাঠিয়েছিল কেন্দ্র৷ সব মিলিয়ে এখন কমিশনের হাতে রয়েছে মোট ৩৩৭ কোম্পানি বাহিনী৷ কিন্তু, ঠিক কোথায় কোথায় মোতায়েন করা হবে এই বাহিনী, এতদিন পর্যন্ত বিষয়টি পরিকল্পনার স্তরেই ছিল৷ বুধবার এ নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নিল কমিশন৷ জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হল তালিকা৷ কোথায় কত পরিমাণ কোন বাহিনী মোতায়েন হল, দেওয়া হল সম্পূর্ণ তথ্য৷
advertisement

রাজ্যের ২২টি জেলার মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ৷ এখানে মোট ২৭ কোম্পানি বাহিনী বরাদ্দ হয়েছে৷ তারপরেই বাঁকুড়া৷ এই জেলায় মোতায়েন হয়েছে ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ তারপরে উত্তর ২৪ পরগনা৷ এখানে মোতায়েন ২৩ কোম্পানি বাহিনী৷

আরও পড়ুন: ঠিক কত পেলে পাশ করা যাবে টেট? নম্বর নিয়ে বিরোধ দুই বিচারপতির মধ্যেই, নজিরবিহীন ঘটনা

advertisement

এছাড়াও, বীরভূম, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পুরুলিয়াতেও থাকছে ভাল রকমের নিরাপত্তা৷ কোন জেলায় কত বাহিনী মোতায়েন হয়েছে এখনও পর্যন্ত, রইল তালিকা-

আলিপুরদুয়ার- মোট ৭ কোম্পানি

এসএসবি-৬ , আইটিবিপি-১

বাঁকুড়া- মোট ২৫ কোম্পানি

সিআরপিএফ-১১, সিআইএসএফ-৪ ও এসএপি- ১০

বীরভূম- মোট ২০ কোম্পানি

সিআরপিএফ-৮, আইটিবিপি- ১১ ও আরপিএফ-১

কোচবিহার- মোটা কোম্পানি ১৫

advertisement

বিএসএফ-১০, আইটিবিপি-১ ও আরপিএফ ৪

দক্ষিণ দিনাজপুর- মোট কোম্পানি ৭

বিএসএফ -৭

দার্জিলিং- মোট কোম্পানি ৬

বিএসএফ -১ এসএপি- ৬

হুগলি- মোট কোম্পানি ১৩

সিআরপিএফ- ২, এসএসবি-১ ও এসএপি- ১০

হাওড়া- মোট ১১ কোম্পানি

বিএসএফ ১ ও এসএপি- ১০

জলপাইগুড়ি- মোট ১১

বিএসএফ-৩, এসএসবি-২, আইটিবিপি-৫ ও আরপিএফ- ১

ঝাড়গ্রাম- মোটা ১১ কোম্পানি

advertisement

সিআরপিএফ- ৬, বিএসএফ-১১

কালিম্পং- মোট ৫ কোম্পানি

আইটিবিপি-১, এসএসবি-৪

মালদা- মোট ১৮ কোম্পানি

সিআরপিএফ- ৪, বিএসএফ- ৭, সিআইএসএফ-২, এসএসবি-৫

মুর্শিদাবাদ- মোট ২৭কোম্পানি

সিআরপিএফ-৩, বিএসএফ-১২, সিআইএসএফ-২, এসএসবি-১, আইটিবিপি- ২, আরপিএফ- ৭

নদিয়া- মোট ১৯ কোম্পানি

সিআরপিএফ-৬, বিএসএফ-৭, সিআইএসএফ-২, এসএসবি-২, আইটিবিপি-২

উত্তর ২৪ পরগনা- মোট ২৩ কোম্পানি

সিআরপিএফ- ৩, বিএসএফ-১, সিআইএসএফ-৯ ও এসএপি- ১০

advertisement

পশ্চিম বর্ধমান- মোট ৯ কোম্পানি

এসএসবি-১, আরপিএফ-৩, এসএপি-৫

পশ্চিম মেদিনীপুর- মোট ২০ কোম্পানি

সিআরপিএফ- ১, আরপিএফ-৪

এসএপি- ১৫

আরও পড়ুন: জয়েন্টের র‍্যাঙ্ক নিয়ে বেনজির জালিয়াতি! এজলাসে বসেই ছাত্রের কারসাজি ফাঁস করলেন বিচারপতি, অদ্ভুত কাণ্ড!

পূর্ব বর্ধমান- মোট ২১ কোম্পানি

এসএসবি-১, এসএপি-২০

পূর্ব মেদিনীপুর- মোট কোম্পানি ১৯

সিআরপিএফ- ৪, এসএপি- ১৫

পুরুলিয়া- মোট ২১ কোম্পানি

সিআরপিএফ- ৩, সিআইএসএফ-৬,

এসএসবি-৬, আইটিবিপি-১ ও এসএপি-৫

দক্ষিণ ২৪ পরগনা- মোট ১৯ কোম্পানি

সিআরপিএফ- ৫, বিএসএফ-৪, এসএপি- ১০

উত্তর দিনাজপুর- মোট ফোর্স ১০

বিএসএফ ১০

(এসএপি- স্পেশাল আর্মড পুলিশ ফোর্স)

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। আদালতের নির্দেশ মেনে প্রাথমিক ভাবে ২২ জেলার জন্য ১ কোম্পানি করে ২২ কোম্পানি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন৷ কমিশনের আর্জি মেনে তা পাঠিয়েও দেয় কেন্দ্র৷ কিন্তু, এর পরে ফের আদালতের নির্দেশে আরও ৮০০ কোম্পানি আধা সামরিক বাহিনী চায় কমিশন। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় ৮২২ কোম্পানি৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরমধ্যে গত ২৩ জুন আরও ৩১৫ কোম্পানি পাঠায় কেন্দ্র। বর্তমানে কমিশনের হাতে থাকা মোট ৩৩৭ কোম্পানি বাহিনীই বিভিন্ন জেলায় মোতায়েন করা হল বুধবার৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election: হাতের পাঁচ ৩৩৭ নিয়েই কাজ শুরু কমিশনের! কোন কোন জেলায় বিশেষ নজর? রইল বিস্তারিত তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল