রাজভবন সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনারের কাছে রাজ্যপাল জানতে চান, এক দফায় ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পেলে তা, কীভাবে মোতায়ন করবে রাজ্য নির্বাচন কমিশন? তাছাড়া, যে বাহিনী ইতিমধ্যেই কেন্দ্র দিয়েছে তা কি মোতায়েন করা হয়েছে? এখনও পর্যন্ত কোথায় কোথায় রুটমার্চ হয়েছে? প্রতিদিনের রুট মার্চের রিপোর্ট কি কমিশন রাখছে? রাজনৈতিক অশান্তিতে কতজন বলি হয়েছেন? সূত্রের খবর, এ নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চান রাজ্যপাল৷
advertisement
আরও পড়ুন: একের বেশি দফায় পঞ্চায়েত ভোট? বাহিনী সংশয়ের মাঝে কী সিদ্ধান্ত কমিশনের, বড় খবর!
সূত্রের খবর, কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, তা নিয়ে রাজ্যপালকে বিস্তারিত রিপোর্ট দেন রাজীব সিনহাও৷ এদিন বিকেল ৫টা ২৫ মিনিটে রাজভবনে যান তিনি। রাজভবন থেকে যখন বের হন, তখন ঘড়িতে সন্ধে ৭টা ৩৪ মিনিট।
পঞ্চায়েত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এর আগে রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল৷ কিন্তু, পরে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, রাজীব সিনহা সেই ডাকে সাড়া দেননি৷ এর পরেই গত বুধবার রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের যোগদান রিপোর্ট অর্থাৎ, জয়েনিং লেটার ফের পাঠান রাজ্যপাল৷ এই পরিস্থিতিতেই দু’জনের এদিনের সাক্ষাৎ৷
সূত্রের খবর, এদিন রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানো নিয়েও আলোচনা হয়েছে রাজ্যপাল ও রাজীব সিনহার মধ্যে। সূত্রের খবর, রাজীব সিনহাকে রাজ্যপাল বলেন, “নিরপেক্ষ হয়ে কাজ করবেন। যে কোনও রাজনৈতিক দল অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে আপনাকে পদক্ষেপ করতে হবে। সবকিছুর ঊর্ধ্বে উঠে আপনি কাজ করুন।’’ প্রসঙ্গত, রাজীব সিনহার শাসকদল ঘনিষ্ঠতা নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা৷ এমনকি, তিনি পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ উঠেছে৷ এরমাঝেই রাজ্যপালের এই ‘নিরপেক্ষ’ থাকার পরামর্শ৷
জানা গিয়েছে, এদিন রাজীব সিনহাকে তলব করেননি রাজ্যপাল, তিনি নিজেই রাজ্যপালের সময় চেয়ে নিয়েছিলেন৷
আরও পড়ুন: মিশরে মোদি! পিরামিডের দেশে ভূষিত হলেন ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মানে
এদিকে, কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত বাহিনী পাওয়া নিয়ে টানাপড়েন চলছেই৷ সূত্রের খবর, সেক্ষেত্রে, কমিশন ৩৩৭ (২২+৩১৫) কোম্পানি দিয়েই ভোট করানোর পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে। তেমন হলে এক দফায় পঞ্চায়েত ভোট না করিয়ে একাধিক দফায় ভোট করানোর সম্ভাবনা খোলা রাখছে কমিশন৷ নজর থাকছে আদালতের রায়ের দিকে৷