West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
রাজ্যপলের এই তৎপরতা নিয়ে অবশ্য তাঁকে বিঁধতে ছাড়েনি তৃণমূল৷ তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপাল প্রথম দিন থেকেই প্ররোচনা দিচ্ছেন। রাজ্যপাল একজন খাঁচায় বন্দি তোতা। আসলে তিনি একটা দলের কথায় চলছেন। সরকারকে নিষ্ক্রিয় করতে চাইছেন। আমরা তো সব নির্দেশ মানছি। কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে বলব দলকে।’’
advertisement
সব বুথে কি থাকছে কেন্দ্রীয় বাহিনী? কী সিদ্ধান্ত কমিশনের..সামনে এল চূড়ান্ত রূপরেখা
শোভনদেবের অভিযোগ, রাজ্যপাল উত্তেজনা বাড়াচ্ছেন। তৃণমূল নেতার দাবি, রাজ্যপালের ভোট নিয়ে কোনও সমস্যা থাকলে তিনি তা নির্বাচন কমিশনকে জানাতে পারতেন। জানাতে পারতেন মুখ্যমন্ত্রী বা প্রশাসনকেও৷ শোভনদেবের কথায়, ‘‘বিরোধীরা পরিকল্পিত চক্রান্ত করছে। কোনও মৃত্যু আমাদের কাছে কাম্য নয়।’’
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জোড়াল আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘শুভেন্দুর আসল পরিকল্পনা পঞ্চায়েতের টাকা বন্ধ করে দেবে৷ গদ্দার মানে দল বদল নয়। গদ্দার মানে গরিব মানুষের টাকা বন্ধ করে দেওয়া৷ কেন্দ্রের টাকা আগেও বন্ধ করে দিয়েছেন। আর সিবিআই দিয়ে ওর চলছে না। এবার বোধহয় রাষ্ট্রপতির কাছে যাবেন।’’
আরও পড়ুন: ‘হাতে ধরে ভোট করিয়ে দিচ্ছে পুলিশ!’, অভিযোগ ঘিরে তুমুল তোপ লকেটের
এদিকে, এই পুনর্নির্বাচন চেয়ে হাইকোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ এনিয়ে শোভনদেবের প্রতিক্রিয়া, ‘‘হাইকোর্ট গিয়ে কোনও লাভ নেই। আসলে মানুষ ঠিক করবেন কাকে ভোট দেবেন, কাকে জেতাবেন।’’