১০০ দিনের গ্রামীণ প্রকল্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, একের পর এক প্রকল্পে কেন্দ্র বঞ্চনা করছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ অক্টোবর শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও দিল্লিতে তা নিয়ে প্রতিবাদ জানানো হবে। উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় থাকা দার্জিলিং ও কালিম্পং জেলার গ্রামীণ উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক এই অর্থ বরাদ্দ করেছে বলেই নবান্ন সূত্রে খবর। দুই জেলার জন্য মোট ৮৩ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে।
প্রসঙ্গত এই যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা মূলত আনটায়েড ফান্ড। অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ তাদের নিজেদের মতো এই টাকা খরচ করতে পারবে। পঞ্চদশ অর্থ কমিশন অনুযায়ী টায়েড ফান্ড হল কোন খাতে কোন অর্থ ব্যবহার করা হবে তার নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে গাইডলাইনে। আর আনটায়েড ফান্ড হল গ্রামীন উন্নয়নের জন্য যে কোন খাতে সেই টাকা ব্যবহার করা যায়।
সূত্রের খবর, আপাতত এই ৮৩ কোটি টাকা বরাদ্দ করা হল। খুব শীঘ্রই আরও ১২০ কোটি টাকা এই খাতে দেবে কেন্দ্র। লোকসভা নির্বাচনের আগে পাহাড়ের গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে পাহাড়ে গ্রামীন এলাকার উন্নয়নের এই অর্থ বরাদ্দ অনেকটাই উপযোগী হবে বলে মত রাজ্যের পঞ্চায়েত দফতরের। যদিও রাজ্যের তরফে অভিযোগ কেন্দ্রের একাধিক প্রকল্পে রাজ্যকে টাকা বন্ধ করে রাখা হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়