TRENDING:

West Bengal News: সরকারি জমি দখলদারি রুখতে কড়া মুখ্যমন্ত্রী! জেলায় জেলায় ছয় দফা নির্দেশিকা

Last Updated:

West Bengal News:মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সরকারি জমি দখলদারি রুখতে জারি হল ছয় দফা নির্দেশিকা। জেলায় জেলায় নির্দেশিকা পাঠাল নবান্ন। কী আছে এই ছয় দফা নির্দেশিকায়? কী কী নির্দেশ দেওয়া হল জেলার প্রশাসনিক আধিকারিকদের?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর সরকারি জমি দখলদারি রুখতে জারি হল ছয় দফা নির্দেশিকা। জেলায় জেলায় নির্দেশিকা পাঠাল নবান্ন। কী আছে এই ছয় দফা নির্দেশিকায়? কী কী নির্দেশ দেওয়া হল জেলার প্রশাসনিক আধিকারিকদের?
ছয় দফা নির্দেশিকা নবান্নের
ছয় দফা নির্দেশিকা নবান্নের
advertisement

নবান্ন সূত্রে খবর, ছয় দফা এই নির্দেশিকায় জমি দখল বন্ধ করতে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনামায় যা যা আছে সেগুলি হল :

১) বিএলআরও, ডিএলআরও অফিসের সামনে দালাল চক্রের ঘোরাফেরা বন্ধ করুন।

২) সরকারি জমিতে সাইনবোর্ড লাগান।

৩) সাইনবোর্ডে লিখতে হবে “এই জমির মালিক রাজ্য সরকার”।

৪) কিছুদিন অন্তর অন্তর নিয়মিত সরকারি জমি পরিদর্শন করতে হবে আধিকারিকদের।

advertisement

৫) পরিদর্শনের সময় প্রতিনিয়ত জমি ও জলাশয়ের ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে রাখতে হবে।

৬) জেলাশাসক ও এডিএম ল্যান্ডদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে। নবান্নের তরফে এমনটাই সূত্র মারফত খবর।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত…! নিম্নচাপ হুঁশিয়ারি! মঙ্গল থেকে শনি কী হতে চলেছে? আবহাওয়ার মেগা আপডেট দিয়ে দিল আলিপুর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বৈঠকে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (ল্যান্ড)দের কড়া বার্তা দিয়ে দফতরের প্রধান সচিব মনোজ পন্থের মন্তব্য ছিল “দফতরের সম্মান নষ্ট হচ্ছে। এইগুলো আপনারা খেয়াল রাখুন। ভেস্টেড ল্যান্ডকে সুরক্ষিত রাখতে হবে। ভেস্টেড ল্যান্ডের অধীনে থাকা অনেক সরকারি জমির পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো কেন আসবে? অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিতে হবে।” সোমবার দুপুরের ভার্চুয়ালি বৈঠক থেকে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা একাধিক নির্দেশ দেন, এমনটাই নবান্ন সূত্রে খবর। এরপরেই মঙ্গলবার জেলায় জেলায় পৌঁছল বিশেষ নির্দেশনামা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: সরকারি জমি দখলদারি রুখতে কড়া মুখ্যমন্ত্রী! জেলায় জেলায় ছয় দফা নির্দেশিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল