TRENDING:

Mamata Banerjee: 'সবাই ফাইল দেখে সই করবেন...', ক্যাবিনেট বৈঠকে নতুন মন্ত্রীদের 'সতর্ক' থাকার বার্তা মমতার

Last Updated:

Mamata Banerjee:এদিনের বৈঠকে বিশেষত নতুন মন্ত্রীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে প্রতিটি কাগজ ভাল করে পড়ে নিয়ে, বুঝে নিয়ে সিদ্ধান্ত নিতে এবং স্বাক্ষর করতে বলা হয়েছে এই বৈঠকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : একের পর এক দুর্নীতি ইস্যুতে হেভিওয়েট নেতা-মন্ত্রীদের জড়িয়ে পড়া নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই পরিস্থিতে আজ ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন নব নির্বাচিত মন্ত্রীরা। এদিনের বৈঠক থেকে দলের মন্ত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

এদিনের বৈঠকে বিশেষত নতুন মন্ত্রীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে প্রতিটি কাগজ ভাল করে পড়ে নিয়ে, বুঝে নিয়ে সিদ্ধান্ত নিতে এবং স্বাক্ষর করতে বলা হয়েছে এই বৈঠকে।

আরও পড়ুন : 'সবাই ফাইল দেখে সই করবেন...', ক্যাবিনেট বৈঠকে নতুন মন্ত্রীদের 'সতর্ক' থাকার বার্তা মমতার

advertisement

নবান্ন সূত্রে খবর, প্রতিমন্ত্রীদের জন্যেও এবার নির্দিষ্ট কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রী দফতর। এতদিন প্রতিমন্ত্রীদের সেরকম কোনও কাজ থাকত না। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে নির্দিষ্ট করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের কাজ। যার ফলে আরও ভাল হবে প্রশাসনের কাজ এমনটাই সূত্রের খবর।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্প ব্যাপক বিস্তার লাভ করছে। ক্যাবিনেট অনুমোদন দিয়েছে ১৮ টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, ৫ টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের। সেইসঙ্গে তিনি জানান, আগামী দিনে "৬০০ কোট টাকা বিনিয়োগ হবে। ৪ হাজার কর্মক্ষেত্র হবে।"

advertisement

আরও পড়ুন : তৃণমূলে আসতে চেয়েছিলেন দিলীপ ঘোষ! বিস্ফোরক সৌগত রায়, আরও যা যা বললেন... তোলপাড় বিজেপি!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, "২১ হাজার রেশন ডিলারের সহযোগিতায় বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়েছে। ৯.২৫ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিতে পারছি আমরা। এখানে এই কাজটা সম্ভব হয়েছে রেশন ডিলারদের সহযোগিতায়। দুয়ারে রেশনের মাধ্যমে যে ইমপ্লিমেন্ট হয়েছে তার জন্য ৭৫ টাকা করে প্রতি কুইন্টাল কমিশন দেওয়া হত। তাদের কাজের স্বীকৃতি স্বরূপ ফিক্সড কমিশন থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হ্যান্ডলিং কস্টও দেওয়া হবে রেশন ডিলারদের। নতুন মন্ত্রীদের ভালো করে কাজ করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'সবাই ফাইল দেখে সই করবেন...', ক্যাবিনেট বৈঠকে নতুন মন্ত্রীদের 'সতর্ক' থাকার বার্তা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল