ছুটির দিনেও পরিদর্শন করবে কেন্দ্রীয় দল।জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ও করবে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে বিস্তারিত সূচি দিয়ে জানানো হলো নবান্ন কে। নবান্ন সূত্রে খবর পুরুলিয়া জেলায় ২৩ শে জানুয়ারি থেকে ৩০শে জানুয়ারি, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩১শে জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি, হুগলি জেলায় ২৩ শে জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি, উত্তর ২৪ পরগনা জেলায় ৩১শে জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৩ শে জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি, পূর্ব মেদিনীপুর জেলায় ৩১শে জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পরিদর্শন করবে কেন্দ্রীয় দল।
advertisement
বৃহস্পতিবারই ১০০ দিনের গ্রামীন কর্মসংস্থান প্রকল্প সহ রাজ্যে এগারোটি প্রকল্পের তদন্ত করতে কেন্দ্রীয় দল আসার কথা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে নবান্ন কে।তারপরেই এদিন বিস্তারিত সূচি দিয়ে দেওয়া হল। প্রাথমিকভাবে এই ৬ জেলায় পরিদর্শন করলেও আরও ছয় জেলায় পরিদর্শন করার কথা কেন্দ্রীয় দলের।একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প থেকে আবাস যোজনায় রাজ্যে কি কাজ হয়েছে তা পর্যালোচনা করতে ন্যাশানাল লেভেল মনিটারিং(এনএলএম) দলের নামে আবার আসছে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। যারা দেখতে চায় এতদিন বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পের কাজ কতটা হয়েছে। সুবিধাভোগী কারা। কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রকের যুগ্ম সচিব অমিত শুক্লা রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ১২ জোলায় এই এনএলএম দল পৌঁছে যাবে।
প্রসঙ্গত চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে রাজ্য এক পয়সাও পায়নি। উপরন্তু গত আর্থিক বছরের শেষ চার মাসে এই প্রকল্পের কাজ হওয়ার পর ৬ হাজার কোটি টাকা আটকে রেখেছে। গ্রামীণ আবাস যোজনার অনুমোদন দিলেও বরাদ্দ টাকা পায়নি। স্বল্প সময়ের মধ্যে ১১ লক্ষ ৩৬ হাজার উপভোক্তা তালিকা চূড়ান্ত করার পর বারে বারে কেন্দ্রীয় প্রতিনিধিদল এনএলএম দল পাঠিয়ে তালিকা যাচাই করা হচ্ছে। টাকা দেওয়া হচ্ছে না। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। রাজ্য এই বিষয়ে চিঠিও দিয়েছে কেন্দ্রকে। রাজ্যের বক্তব্য, তদন্ত হোক পাশাপাশি বরাদ্দ পাঠাক কেন্দ্র। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা প্রথম কিস্তির টাকা টুকু দিয়েছে। প্রথম পর্যায়ে এই দলটি পশ্চিমবঙ্গে বারোটি জেলায় যাবেন।
এই জেলাগুলি হল পুরুলিয়া, বীরভূম, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া,পূর্ব বর্ধমান,হুগলি,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছে, ১১টি কর্মসূচির কাজ ও তার প্রভাব এনএলএম পর্যালোচনা করবে। এই কেন্দ্রীয় প্রকল্পগুলি হল, একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান,প্রধানমন্ত্রী আবাস যোজনা, এনআরএলএম বা আনন্দধারা, গ্রামীণ ১৫ থেকে ৩৫ বছর বয়স্ক যুবকদের স্কিল ডেভালপমেন্ট বা দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা, এনএসএপি বা গ্রামীণ প্রবীনদের পেনশন যোজনা,প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড,স্বাস্থ কর্মসূচির জন্য সাংসদ আদর্শ গ্রাম যোজনা,গ্রামীণ স্বনির্ভর প্রকল্প, গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশে সমীক্ষা এবং গ্রামীণ এলাকার বেসিক তথ্য ভান্ডার সংক্রান্ত কর্মসূচি। চিঠিতে পরিষ্কার করে জানানো হয়ে, এই এনএলএম দল প্রতিটি জেলার নূন্যতম তিনটি ব্লকে যাবে।
প্রতিটি ব্লকে ১০ টি গ্রাম পঞ্চায়েত রিদর্শন করবে। সেখানে কেন্দ্রীয় অর্থ কিভাবে খরচ হয়েছে তার খুঁটিনাটি খোঁজ খবর নেবেন। এব্যাপারে সারা জেলাপ্রশাসন ও জেলাপরিষদের সঙ্গে বৈঠক করবেন। এব্যাপারে তাদের সবধরনের প্রশাসনিক সহযোগিতা করতে বলা হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়