TRENDING:

West Bengal Municipality Election: ১১১টি পুরসভার ভোটের ভবিষ্যৎ কী? বুধবার পুরভোট মামলায় কী রায় দেয় হাইকোর্ট? তাকিয়ে বাংলা...

Last Updated:

West Bengal Municipal Election: কবে হবে পুরভোট? নূন্যতম কত দফায় হবে মেয়াদ শেষ হওয়া ১১১ পুরসভার ভোট? প্রশ্নের উত্তর মিলতে পারে বুধবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুধবার কলকাতা হাইকোর্টে পুরভোট মামলার (West Bengal Municipality Election) রায়। রায় ঘোষণা করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কোলকাতা ভোট দেবেন ১৯ ডিসেম্বর, রবিবার। এরইমধ্যে হাইকোর্টে পুরভোট মামলা। ১১১ পুরসভার ভোটের ভবিষ্যৎ কী? কবে হবে পুরভোট? নূন্যতম কত দফায় হবে মেয়াদ শেষ হওয়া ১১১ পুরসভার ভোট? প্রশ্নের উত্তর মিলতে পারে বুধবার।
কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
advertisement

আরও পড়ুন: 'গোয়ার আসল বিকল্প' কারা? তৃণমূল-MGP জোটের পর বার্তা মমতার, ফের কংগ্রেসকে খোঁচা....

দ্রুত রাজ্যের ১১১ পুরসভার ভোট চায় হাইকোর্ট। রাজ্যের যুক্তি কোভিডপরিস্থিতি, মার্চ এপ্রিল পরীক্ষা মাস সব চুকিয়ে মে ২০২২ মধ্যে সমস্ত পুরভোট (West Bengal Municipality Election) করতে চায় রাজ্য। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি, ইভিএম অপ্রতুল। তাই একসঙ্গে সব পুরভোট করা সম্ভব হচ্ছে না। জাতীয় নির্বাচন কমিশন ও ২০ রাজ্যের কাছে ইভিএম ধার চেয়েও মেলেনি কিছু। তাই রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ১১১ টি পুরসভার ভোট হবে।

advertisement

কলকাতা পুরভোট (West Bengal Municipality Election) করার পর কমিশনের হাতে ৮৪৭৭ ইভিএম থাকছে। এই ইভিএম দিয়ে বাকি পুরসভায় ভোট কেন হল না, সেই প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ১১১ টি পুরসভায় একসঙ্গে ভোট করতে প্রয়োজন আরও ২০,০০০ ইভিএম।

আরও পড়ুন: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী? উত্তরের খোঁজে বুধবার ফের হাই কোর্টে গেরুয়াশিবির...

advertisement

প্রসঙ্গত, রাজ্যের (West Bengal) সব পুরভোট (Municipality Vote) কি একসঙ্গে হবে? সব পুরভোট একসঙ্গে না হলেও, ভোটের গণনা কি একসঙ্গে করা সম্ভব? এইসব প্রশ্নের উত্তর মিলতে পারে বুধবারেই। ইতিমধ্যেই নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে। জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সব পুরসভার ভোট (West Bengal Municipality Election) একসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। সেইসব মামলাই একত্রে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এর আগে বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়, ২০১৫-য় একসঙ্গে ৯১টি পুরসভার নির্বাচন হলেও, এবার সব পুরভোট করতে সমস্যা কোথায়?

advertisement

আরও পড়ুন: বইমেলায় কি কমানো হবে স্টল সংখ্যা? গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে জানিয়ে দিল নবান্ন...

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর, শেষ শুনানির দিন, আদালত জানতে চায়, মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট কবে হবে? উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, পুরভোট কবে হবে, তার পরিকল্পনা এখনও হয়নি। ১৯ ডিসেম্বরের পর বাকি ভোটের দিনক্ষণ জানাতে পারবে রাজ্য। মে মাসের মধ্যে ভোট করাতে না পারলে রাজ্য নিজেই আদালতকে জানাবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipality Election: ১১১টি পুরসভার ভোটের ভবিষ্যৎ কী? বুধবার পুরভোট মামলায় কী রায় দেয় হাইকোর্ট? তাকিয়ে বাংলা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল