TRENDING:

West Bengal Municipal Board: পুরসভায় পদ পাওয়া-না পাওয়া নিয়ে কোনও রকম অশান্তি বরদাস্ত নয়, কড়া বার্তা তৃণমূলের

Last Updated:

West Bengal Municipal Board: নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করতে হবে জানাচ্ছে শীর্ষ নেতৃত্ব। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুরসভার শীর্ষ দুই পদে কারা বসতে চলেছেন তাদের নিয়ে আলোচনা শুরু হয়েছিল। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (West Bengal Municipal Board) পদে কারা বসতে চলেছেন তা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। সাংগঠনিক স্তরে আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব (TMC)। নির্বাচিত বেশি সংখ্যক পুর সদস্য যাদের পক্ষে রায় দেবেন তাঁদের প্রাথমিক ভাবে পুরসভার শীর্ষ স্তরে বসানো হতে পারে এমনটা মনে করা হয়েছিল।
সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের৷
সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের৷
advertisement

আরও পড়ুন : ফেরানোর দাবিতে ছিলেন সোচ্চার! ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মমতা

তবে সংশ্লিষ্ট সদস্যের অভিজ্ঞতা দেখা হয়েছে নাম নির্বাচনের (West Bengal Municipal Board) ক্ষেত্রে। এমনটাই জানাচ্ছে নেতৃত্ব। সবাইকে নিয়ে কাজ করার দক্ষতা কতটা সেটা দেখা হয়েছে। স্থানীয় বিধায়ক ও সাংসদের মতামতও নেওয়া হয়েছে। পদ পাওয়া বা না পাওয়া নিয়ে কোনও রকম অশান্তি বা গোষ্ঠী পাকানো বরদাস্ত করা হবে না। এই বার্তা স্পষ্ট দিয়েছে দল। পুরসভাগুলির চেয়ারম্যান ইন কাউন্সিল পদে গুরুত্ব পাবেন মহিলারাও।

advertisement

সোমবার বিকেল থেকেই একাধিক পুরসভায় দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) জানিয়েছেন, "রাজ্যের যে সমস্ত পুরসভায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) যারা যে দায়িত্ব পেয়েছেন তা রাজ্য নেতৃত্ব দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনক্রমে সিদ্ধান্ত নিয়েছে৷ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন সবাই মিলে নিজ এলাকায় নগরবাসীর প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সম্পূর্ণ ভাবে জনসেবায় সমর্পিত করবেন।"

advertisement

গত সপ্তাহেই নজরুল মঞ্চে বৈঠকের শেষে পরিষ্কার করে দেওয়া হয়েছে, দলের কাছে সবার তথ্য আছে। তাই দল সঠিক ব্যক্তি চূড়ান্ত করবে। যে বা যিনি দায়িত্ব পাবেন তাদের কাজও মনিটরিং হবে নিয়মিত। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর,  বেশ কিছু জায়গায় জেলা সভাপতিদের সাথে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে। তাদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে নামের তালিকা। অন্যদিকে সাংসদ ও স্থানীয় বিধায়করাও পাঠিয়েছেন নামের তালিকা। এই সব তালিকা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে দল।

advertisement

আরও পড়ুন : নাম ঘোষণা হতেই প্রচারে বাবুল! বালিগঞ্জের দেওয়ালে দেওয়ালে আঁকলেন জোড়াফুল

তবে যিনিই চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হন না কেন, তার ভাবমূর্তি স্বচ্ছ হতে হবে। পুরসভা চালানোর কাজে সে কতটা অভিজ্ঞ সবটাই দেখে নেবে তৃণমূল কংগ্রেস(Trinamool Congress)। এই মুহূর্তে রাজ্যে পুর এলাকায় একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। এর মধ্যে ঘরে ঘরে পানীয় জল ও নিকাশি মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে দ্রুত যাতে কাজ করতে পারা যায় সেদিকে নজর রয়েছে সকলের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipal Board: পুরসভায় পদ পাওয়া-না পাওয়া নিয়ে কোনও রকম অশান্তি বরদাস্ত নয়, কড়া বার্তা তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল