TRENDING:

ধর্ষণকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ ঋতব্রতর, আঙুল তুললেন সেলিমের দিকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: ধর্ষণের অভিযোগ ওঠার পর প্রথমবার মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মহম্মদ সেলিমের ষড়যন্ত্রেই তাকে ফাঁসানো হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আজই আবার নম্রতকার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন তিনি।
advertisement

ধর্ষণের অভিযোগ নিয়ে বিস্ফোরক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ওঠার পর থেকে কার্যত গা-ঢাকা দিয়েছিলেন সিপিএমের বহিষ্কৃত সাংসদ। নীরবতা ভেঙে ইটিভি নিউজ বাংলায় মুখ খুললেন ঋতব্রত। ধর্ষণের অভিযোগের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ রাজ্যসভার সাংসদের।

এদিন তিনি বলেন, ‘নতুন করে আবার এফআইআর? কারও মদত না থাকলে এটা হয় না ৷ এর পিছনে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি ৷ শুনেছি মহঃ সেলিম নম্রতাকে সাহায্য করছেন ৷’

advertisement

ফোন ও মেসেজে হুমকি দেওয়ারও অভিযোগ ঋতব্রতর। এখানেও তাঁর অভিযোগ মহম্মদ সেলিমের দিকে। নতুন করে হুমকির অভিযোগে বৃহস্পতিবার গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন ঋতব্রত। যদিও তা অস্বীকার করছেন নম্রতা ৷

অন্যদিকে এই ঘটনায় পুলিশ মুকুল রায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে। যদিও সব অভিযোগই অস্বীকার করছেন মুকুল।

এতদিন প্রকাশ্যে না বললেও এই প্রথম মহম্মদ সেলিমের নাম করে অভিযোগ করলেন ঋতব্রত। যদিও এব্যাপারে সিপিএম নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ধর্ষণকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ ঋতব্রতর, আঙুল তুললেন সেলিমের দিকে